বর্তমান বার্তা ডট কম / ২৭ জুন ২০১৫ / স্ত্রীর করানারী নির্যাতনের মামলায়আসামী মুকুলকে একদিনের রিমান্ডে।শনিবারমুকুলকে আদালতে হাজিরকরে তার ৭দিনের রিমান্ড আবেদনকরা হয়। শুনানিশেষে ঢাকা মহানগরহাকিম অমিত কুমারদে একদিনের রিমান্ড মঞ্জুরকরেন। মুকুলের স্ত্রীজনকণ্ঠ পত্রিকার সিনিয়ররিপোর্টার নাজনীন আক্তারগত বৃহস্পতিবার মামলাটি দায়েরকরেন। শুক্রবার রাতেসেগুনবাগিচা থেকে গাজী টিভির (জিটিভি) বার্তা সম্পাদক রকিবুলইসলাম মকুলকে গ্রেফতার করেমিরপুর থানা পুলিশ।
মিরপুরথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন জানিয়েছেন, গতবৃহস্পতিবার নাজনীন তারস্বামী মুকুলের বিরুদ্ধে মিরপুরথানায় একটি নির্যাতনের মামলাদায়ের করেন। ওইমামলায় মুকুলকে গ্রেফতার করাহয়েছে। মামলায় আরোএকজন নারীকেও আসামিকরা হয়েছে। তারনাম মেহেরুন বিনতেফেরদৌস।
মেহেরুনের বিরুদ্ধে নাজনীনের অভিযোগ, তার স্বামী মুকুলের সঙ্গেমেহেরুনের অনৈতিক সম্পর্ক রয়েছে।
নাজনীনঅভিযোগ করেন, বিভিন্ন সময়েরকিবুল তার কাছথেকে টাকাও নিয়েছেন। সর্বশেষ রাজউকেপূর্বাচলে বরাদ্দ পাওয়াএকটি প্লটের কিস্তির জন্যতিনি ১৪ লাখটাকা দেন রকিবুলকে। কিন্তুরকিবুল ওই প্লটটিনিজের নামে লিখেনেন এবং সম্প্রতি সেটাবিক্রিও করে দেন।এসব অপকর্মের প্রতিবাদ করায়নাজনীনকে বিভিন্ন সময়েরকিবুল নির্যাতন করেন।
উল্লেখ্য, ২০১৩সালের ১৬ সেপ্টেম্বর একমাত্র মেয়েচন্দ্রমুখী মারা যাওয়ারপর শোকে নাজনীনপাঁচতলা থেকে লাফদিয়ে পড়ে গুরুতরআহত হন। এরপরতিনি দীর্ঘদিন হাসপাতালে ছিলেন।পরে চিকিৎসকদের পরামর্শে আবারতারা সন্তান নেয়ারসিদ্ধান্ত নেন। এরকিছুদিন পর তাদেরদ্বিতীয় কন্যার জন্মহয়।

Post a Comment
Facebook Disqus