বর্তমান বার্তা ডট কম / ২৭ জুন ২০১৫ / নোয়াখালীর হাতিয়ায় মেঘনানদীতে একটি মাছধরার ট্রলার ডুবিরঘটনায় জেলেরমৃতদেহ উদ্ধার করেছেস্থানীয়রা। ঘটনায় জেলেকে জীবিতউদ্ধার করা হয়েছে
শনিবার ভোরে উপজেলার বুড়িরচর ইউনিয়নের শূন্যেরচর এলাকারসূর্যমূখি ঘাটে ট্রলারডুবির ঘটনা ঘটে। এতে১০ জেলে নিখোঁজহয়। পরে অন্যট্রলারের মাঝিরা জনকে জীবিত উদ্ধারকরে। সকালে অন্যতিনজনকে মৃত অবস্থায় উদ্ধারকরেন স্থানীয়রা
নিহতরা হলেন- উপজেলার বুড়িরচর ইউনিয়নের রেহেনিয়া এলাকার আনাজল হকের ছেলে  জামাল ছেরাং (৪৫), রাশেদের ছেলে রাকিব হোসেন (১৭)
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল হুদা ট্রলারডুবে তিন জেলেরমৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন
তিনি জানান, ভোর৪টার দিকে শফিউলআলম ডিলারের ট্রলারনিয়ে শূন্যেরচর এলাকারসূর্যমূখি ঘাট সংলগ্নমেঘনা নদীতে মাছধরতে যান ১০জেলে। সময়বৃষ্টি জোয়ারের কবলেপড়ে ট্রলারটি মেঘনায়ডুবে যায়। এতেট্রলারে থাকা ১০জেলে নিখোঁজ হন।পরে পাশে থাকাঅন্য জেলেরা গিয়েসাত জনকে জীবিতউদ্ধার করলেও তিনজেলে নিখোঁজ থাকে।সকালে নিখোঁজ তিনজেলের মৃতদেহ নদীথেকে উদ্ধার করেস্থানীয়রা

Post a Comment

Disqus