গাজী রিপন / বর্তমান বার্তা ডট কম/ ২৭ জুন ২০১৫ /
সোনারগাঁ উপজেলার মুন্নার বাগ বাজার এলাকায় হাজী ষ্টোরেএক দুর্ধর্ষ চুরির ঘটা ঘটেছে। এসময় চোররা নগদ অর্থসহ প্রায় দেড় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।
উপজেলার মুন্নার বাগ এলাকায়  শুক্রবার গভীর রাতে এই ঘটনাটি ঘটে।
হাজী ষ্টোরের মালিক হাজী সিদ্দিক মেম্বারের ছেলে আনোয়ার হেসেন ও এলাকাবাসী সূত্রে জানা যায়,রাত ১১ টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে যায় । সকালে দোকান খোলতে এসে দেখতে পায় দোকানের তালা ভেঙে চোরির ঘটনা ঘটে। এসময়  দোকানের  নগদ অর্থসহ প্রায় দেড় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।

Post a Comment

Disqus