বর্তমান বার্তা ডট কম / ০৫ জুন ২০১৫ / বন্দরে নারী সংক্রান্ত বিচার সালিসের ঘটনাকে কেন্দ্র করে সাবেক ইউপি মেম্বারসহ একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যার চেষ্টাসহ বাড়ি-ঘর ভাংচুর ও লুট-পাটের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার সকাল ৯টায় থানার কলাগাছিয়া ইউনিয়নের মোহনপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। আহতদেরকে গুরুতর অবস্থায়  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। আহতরা হলেন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোঃ আবুল কাশেম (৫৫),তার ভাগিনা ইউনূস(৩৫) ও সমন্ধির ছেলে সবুজ(২৮)। আহতের পারিবারিক সূত্র জানায়,নারী সংক্রান্ত একটি বিচার শালিসকে কেন্দ্র করে সম্প্রতি মোহনপুর এলাকার  মৃত হোসেন আলীর ছেলে হানিফ মেম্বারের কিছুটা বিরোধ সৃষ্টি হয়। ওই বিরোধের জের ধরে গতকাল শুক্রবার সকাল ৯টায় হানিফ মেম্বার ও তার ৩ ছেলে যথাক্রমে আল আমিন,ফরহাদ,পারভেজ এবং জিয়াবল হাজী ও সালাম মাষ্টারের ছেলে হাসিবসহ ১৫/২০ জনের একটি সংঘবদ্ধ দল ধারালো অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে কাশেম মেম্বারের বাড়িতে অতির্কিত হামলা চালায়। এ সময় বাধা দিতে গেলে হামলাকারীদের ধারালো অস্ত্রাঘাতে কাশেম মেম্বার,তার ভাগিনা ইউনূস ও সমন্ধির ছেলে সবুজ গুরুতর আহত হয়। আশ পাশের লোকজন জড়ো হয়ে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানোরব্যবস্থা করে। পরে হানিফ মেম্বার বাহিনী বাড়ি-ঘরে লূট-পাট ও ভাংচুর তান্ডব চালায়। তারা আরো জানায়,হানিফ মেম্বারের ছেলে আল আমিন পাগলা কোষ্টগার্ডে এবং সালাম মাষ্টারের ছেলে মিরপুর থানা সাব-ইন্সপেক্টর হওয়ার সুবাদে তারা এলাকায় দীর্ঘ দিন ধরে আধিপত্য বিস্তার করে আসছে। এদিকে কাশেম মেম্বারের পরিবারের সদস্যরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।

Post a Comment

Disqus