বর্তমান বার্তা ডট কম / ০৫ জুন ২০১৫/ 
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেন বলেছেন, যে সকল রাজনীতিবিদরা সমাজের উন্নয়ন ও সমাজ সেবায় কাজ করে যাচ্ছেন তাদের উন্নয়ন মূলক কাজগুলি যদি সাংবাদিকরা লিখনীর মাধ্যমে তুলে ধরে তবে ঐ সমাজ সেবক উদ্ধুদ্ধ হয়ে আরও বেশী করে সমাজসেবা কাজে উৎসাহ পাবে। সেই সাথে যদি কোন অপরাধ করে ত্ওা তুলে ধরলে সে নেতা ও সমাজকর্মী সংশোধন হওয়ার সুযোগ পাবে। এ সকল কাজে সাংবাদিকদের বেশী বেশী ভূমিকা রাখলে তারাও সমাজ উন্নয়ন কাজের সাথে লিখনীর মাধ্যমে শরীক হলেন। গতকাল সন্ধ্যায় কাউন্সিলর আফজাল হোসেনের কার্যালয়ে বন্দরে প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি-সাধারণ সম্পাদকসহ কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে অভিনন্দন জানানোর সময় এ কথা বলেন। এ সময় বন্দর প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি কমল খান চলমান সভাপতি এড. শাহআলী পিন্টু খান, নব নির্বাচিত সাধারণ সম্পাদক কাজিম আহাম্মেদ, চলমান সাধারণ সম্পাদক কবির হোসেন, নির্বাচিত সহ সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। আরও উপস্থিত ছিলেন, খোকন, পিএস আমির হোসেন, মনির হোসেন, আলী হোসেন, স্বপন, রাজিব, খসরু, ফারিন, কালুন, সুজন, নুরুল হক প্রমুখ।


Post a Comment

Disqus