বর্তমান বার্তা ডট কম / ৬জুন ২০১৫ / নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়নের রতনপুর এলাকার একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত করেছে স্থানিয় মোশারফ মেম্বারের চাচা কামাল বাহিনির সন্ত্রাসীরা । গতকাল শনিবার আহত নুরুজ্জামান জানান ফুটবল খেলাকা কেন্দ্র করে ভবনাথ পুর এলাকার সন্ত্রাসী কামালের নেতুত্বে কাদির মিয়া ,সোহেল, রহিম ইব্রাহিম, কায়েছ,বাউল সহ ১৫- ২০ জনের একদল সন্ত্রাসী রতন পুর এলাকার ইদ্রিস আলী ব্যাপরীর বাড়িতে হামলা ভাংচুর ও লুট পাট চালায় এসময় বাড়ির লোকজন তাদের বাধা দিলে সন্ত্রাসীরা তাদেরকে পিটিয়ে আহত করে । আহতরা হলেন মোতালেব,করিম ও নুরুজ্জামান এদের সবাইকে সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে । এ ব্যাপারে সোনারগাঁ থানায় নুরুজ্জামানের পিতা ইদ্রিস আলী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন ।
সোনারগাঁয়ে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৩ জন আহত
বর্তমান বার্তা ডট কম / ৬জুন ২০১৫ / নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়নের রতনপুর এলাকার একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত করেছে স্থানিয় মোশারফ মেম্বারের চাচা কামাল বাহিনির সন্ত্রাসীরা । গতকাল শনিবার আহত নুরুজ্জামান জানান ফুটবল খেলাকা কেন্দ্র করে ভবনাথ পুর এলাকার সন্ত্রাসী কামালের নেতুত্বে কাদির মিয়া ,সোহেল, রহিম ইব্রাহিম, কায়েছ,বাউল সহ ১৫- ২০ জনের একদল সন্ত্রাসী রতন পুর এলাকার ইদ্রিস আলী ব্যাপরীর বাড়িতে হামলা ভাংচুর ও লুট পাট চালায় এসময় বাড়ির লোকজন তাদের বাধা দিলে সন্ত্রাসীরা তাদেরকে পিটিয়ে আহত করে । আহতরা হলেন মোতালেব,করিম ও নুরুজ্জামান এদের সবাইকে সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে । এ ব্যাপারে সোনারগাঁ থানায় নুরুজ্জামানের পিতা ইদ্রিস আলী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন ।

Post a Comment
Facebook Disqus