বর্তমান বার্তা ডট কম / ৬ জুন ২০১৫ / বন্দরে মিন্টু লাল (২৮) নামে এক সুইপার অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে। গত শনিবার ভোর রাতে বন্দর থানার একরামপুরস্থ সুইপার কলোনী এলাকায় এ ঘটনা ঘটে। অগ্নিকান্ডের ঘটনার সংবাদ পেয়ে সকালে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে। এ ব্যাপারে নিহত সুইপার মিন্টু লালের পিতা বাবুল লাল বাদী হয়ে গতকাল দুপুরে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছে। এ ব্যাপারে বন্দর থানার এসআই মনিরুজ্জামান আকন্দ জানান, বন্দর থানার একরামপুর সুইপার কলোনী এলাকার বাবুল লালের ছেলে মিন্টু লাল একজন মাদক সেবী। গত শুক্রবার রাত ১২টা থেকে ৪টার মধ্যে সুইপার মিন্টু লাল তার নিজ ঘরে মাদক সেবন করে ঘুমিয়ে পড়ে। এবং ঘরে অগ্নিকান্ড সংগঠিত হয়ে সে ঘরেই মৃত্যু বরণ করে। এ ব্যাপারে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এলাকাবাসী জানিয়েছে, সুইপার মিন্টু লাল প্রতিরাতে মোমবাতি জ্বালিয়ে ইয়াবা সেবন করে থাকে। গত রাতে ইয়াবা সেবন করে মোমবাতি না নিভিয়ে ঘুমিয়ে পরে। এ মোমবাতি থেকে অগ্নিকান্ড সংগঠিত হয়ে নিজ ঘরে অগ্নিদগ্ধ হয়ে মিন্টু লাল মৃত্যু বরণ করে বলে তারা জানান।

Post a Comment
Facebook Disqus