বর্তমান বার্তা ডট কম / জুন ২০১৫ / মাদক মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামী স্বামী ও স্ত্রীকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। গতকাল শনিবার সকাল সাড়ে ১১টায় বন্দর থানার দড়িসোনাকান্দা এলাকা হতে এদেরকে গ্রেপ্তার করে পুলিশ। যার মামলা নং-৩২(৫)০৬। ধৃতরা হলো বন্দর থানার দড়িসোনাকান্দা এলাকার মৃত আহাম্মদ আলী মিয়ার ছেলে টুক্কু মিয়া (৬০) ও তার স্ত্রী রোজিনা বেগম (৪৮)। মাদক মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামী ধৃত স্বামী ও স্ত্রীকে উক্ত ওয়ারেন্টে গতকাল দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।


Post a Comment

Disqus