বর্তমান বার্তা ডট কম / ৬ জুন ২০১৫ /সীমান্তে ৬৮ বছরের মানবিক সংকটের সমাধানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতীয় প্রধানমন্ত্রী এবং ভারতের সব দল ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
'বাংলাদেশের জন্য এ এক ঐতিহাসিক মুহূর্ত' উল্লেখ করে প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে দ্বি-পাক্ষিক সম্পর্কের সব বিষয়ে খোলামেলা আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক এবং বাংলাদেশ-ভারতের মধ্যে একাধিক চুক্তি-সমঝোতা স্মারকে সইয়ের পর নিজ কার্যালয়ে এক যৌথ বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণেও ঘোষণা দেন একই সঙ্গে।
এদিকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বাংলাদেশে তার এ সফরকে জীবনের একটি বিশেষ মুহূর্ত হিসেবে উল্লেখ করেন যৌথ বিবৃতিতে।
তিনি আতিথেয়তার জন্য বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান এ সময়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, বঙ্গবন্ধু ছিলেন আমাদের যুগের একজন শ্রেষ্ঠ নেতা।
একই সঙ্গে তিনি আলোচনার মাধ্যমে তিস্তা ও অন্যান্য নদীর পানি বন্টনের সমস্যার সমাধানেরও আশাবাদ ব্যক্ত করেন।

Post a Comment
Facebook Disqus