বর্তমান বার্তা ডট কম / ৬ জুন ২০১৫ / ঢাকায় পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সকাল সোয়া ১০টায় তাকে বহনকারী বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ২০১৪ সালে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর বাংলাদেশে এটাই তার প্রথম সফর।সাকলে বিমান থেকে নামার পর তাকে ফুল দিয়ে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে মোদীকে লালগালিচা সংবর্ধনা ও তিন বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।
এর আগ থেকেই বিমান বন্দরে ভারতীয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান, ভারতীয় হাইকমিশনার এবং পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করেন।
অভ্যর্থনা গ্রহণ শেষে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
স্মৃতিসৌধে মোদিকে স্বাগত জানাবেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী একেএম মোজাম্মেল হক ও স্থানীয় সাংসদ।
Post a Comment
Facebook Disqus