বর্তমান বার্তা ডট কম / ৩ জুন ২০১৫ / খুব শিগগির বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন কলকাতার স্টার জলসা টেলিভিশন চ্যানেলের
প্রচারিত `বোঝে না সে বোঝে না` সিরিয়ালের ‘পাখি’। হ্যাঁ, সিরিয়ালে নয়, বাস্তব জীবনেই
বিয়ে করছেন পাখি নামে পরিচিত জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা।
কলকাতার একটি গণমাধ্যমে বলা হয়েছে, টেলিভিশনের জনপ্রিয় এই অভিনেত্রী এবার বাস্তব
জীবনে খুব শিগগির বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। আর পাত্রটিও সকলেরই পরিচিত,
টেলিভিশন অভিনেতা সৌরভ।
এ বিষয়ে মধুমিতা বলেছেন, আগস্টে আমরা রেজিস্ট্রি করবো বলে ঠিক করেছি। দুজনের
বাড়ি
থেকেই ছোট করে বিয়ের অনুষ্ঠান হবে। এর কিছু মাস পরে জয়েন্ট রিসেপশন হবে।

Post a Comment
Facebook Disqus