বর্তমান বার্তা  ডট কম / জুন  ২০১৫
  বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন নারায়ণগঞ্জের সোনারগাঁ ঐতিহাসিক বড় সরদার বাড়ির রেষ্টোরেশন কাজ পরিদর্শন করেছেন দক্ষিণ কোরিয়ার ৫ জন সংসদ-সদস্য ও তাঁদের স্পাউসগণ। গতকাল বুধবার সকালে দক্ষিণ কোরিয়ার মান্যবর রাষ্ট্রদূত এইচ ই মিষ্টার লি ইয়ন ইয়ং  এর নেতৃত্বে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের বড় সরদার বাড়ি পরিদর্শন করেন।
 কোরিয়ার সংসদ সদস্যের আগমন উপলক্ষে ফাউন্ডেশন প্রশাসন এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
 লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কবি রবীন্দ্র গোপ এসময় বক্তব্য রাখেন।
অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ইন্ট্রাকো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রজাতন্ত্রী দক্ষিণ কোরিয়ার অনারারি কনস্যুল মোহাম্মদ রিয়াদ আলী, বড় সরদার বাড়ি রেষ্টোরেশন প্রকল্পের পরিচালক বিশিষ্ট স্থপতি ড. সাঈদ এম.আহমেদ প্রমুখ।
উল্লেখ্য, কোরিয়া ভিত্তিক বহুজাতিক কোম্পানি ইয়াংওয়ান ও কোরিয়া ইপিজেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা মি. কিহাক সাং প্রায় ২০ লক্ষ ডলার ব্যয়ে সোনারগাঁয়ে ঐতিহাসিক বড় সরদার বাড়ির প্রকৃত সৌন্দর্য ফিরিয়ে আনতে রেষ্টোরেশন কাজ পরিচালনা করছেন। মান্যবর অতিথি ও তাঁদের স্পাউসগণ রেষ্টোরেশন কাজ পরিদর্শন করেন।


Post a Comment

Disqus