বর্তমান বার্তা  ডট কম / জুন  ২০১৫ /
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের গাউছিয়া অটো রাইস  মিলের বয়লার বিস্ফোরণ হয়ে ১ জন নিহত হন। এসময় শিশুসহ ২০ জন আহত হয়েছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং  বেসরকারী হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে , সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদের মোস্তফা মেম্বার গাউছিয়া অটো রাইস মিলে বেলা সাড়ে ১১ টার দিকে বয়লার বিস্ফোরণ ঘটে। বিস্ফোরিত হয়ে বয়লারটি  একটি নৌকায় গিয়ে পড়ে। এসময় নৌকার মাঝিসহ ২০জন আহত হয়।  পরে আজিজুল ইসলামকে প্রায় আধাঘণ্টা পর উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
এ ঘটনায় সোহেল রানা, রাকিব, আলম, সুফিয়া, সুমা, আকলিমা, পারভিন, জুয়েল, রহিম, মাহাবুব, শিশু জিদনী, লিপি, চম্পা, মহিউদ্দিনসহ কমপক্ষে ২০জন আহত হয়েছে। তাদের মধ্যে গুরুতর অবস্থায ৮ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।



Post a Comment

Disqus