আবু নাঈম ইকবাল / বর্তমানবার্তা ডট কম / ৩ জুন ২০১৫ /
সত্যই স্বর্গমনের একমাত্র সোপান স্বরুপ সন্দেহ নেই "।-শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী।নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলাধীন বারদী গ্রাম।যেখানে প্রাকৃতির সজীবতা আর নিবিড় নিস্তব্ধতার মাঝে ভক্তির পূর্ণ অস্তিত্ব বিরাজমান , যেখানে শান্ত বটগাছের মাথায় সুমধুর সুরে গেয়ে ওঠে কোকিল, শালিক।যেখানে ভক্তদের পদচারনায় মূখরিত হয় চারপাশ ।কেউ প্রান ভরে আহরণ করে প্রাকৃতিক সুধা ।আবার কোন এক ভক্ত নিরবে বকুল ফুল তুলে নিভৃতে মালা গাঁথে গুরু স্মরণে । সেখানেই ২২ বছর লীলা করে গেছেন মানবতার মুক্তিকামী মহাপুরুষ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী ।
বাংলা ১১৩৭ সনের ১৮ ভাদ্র কলকাতার অদূরে ২৪ পরগনার চৌরাশি চাকলা গ্রামে একটি ব্রাহ্মণ পরিবারে জন্ম নেন হিন্দু ধর্মের এই অধ্যাত্মিক ক্ষমতার মহাপুরুষ ।বাংলা ১২৯৭ সালের ১৯ জৈষ্ঠ লোকনাথ ব্রহ্মচারী দেহত্যাগ করেন ।তিনি ১৬০ বছর লীলা করে গেছেন এই ভবে ।
এই দিগ্বিজয়ী মহামানবের আলোয় আলোকিত বারদী ।তিনি অলৌকিক ক্ষমতা সম্পন্ন মহাপুরুষ ছিলেন ।প্রাকৃতিক অসম্ভবকে সাধন করার সাধক ছিলেন তিনি ।একশত ষাট বছরের মধ্যে বেশির সময় কাটিয়েছেন তিনি ধ্যান এবং যোগ সাধনায় ।হিমালয়ের নির্জন পাহাড়ের গুহায়, গভীর অরণ্যে, পরিত্যক্ত পর্ণকুটিরে তাঁর এই সাধনা চলেছিল বহুকাল।তিঁনি মক্কা মদিনা ঘুরে বেড়িয়েছেন ।চেষ্টা করেছেন বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে ভ্রাতৃত্ব স্থাপনের ।প্রতিবছর ঊনিশ জৈষ্ঠ এখানে মেলা বসে ।
তার এই মহাকাল প্রয়াণের দিনটিকে ভক্তি শ্রদ্ধার মধ্যে দিয়ে স্মরণ করার জন্যই এই মেলার আয়োজন হয়।বহু দেশের বহু ধর্মালম্বী মানুষের আগমন ঘটে এই মেলায় ।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসন , নারায়ণগঞ্জ জেলা পুলিশ ,সোনারগাঁ উপজেলা প্রশাসন, সোনারগাঁ থানা ,কঠোর নিরাপত্তা চাদরে ঢেকে রেখেছে মেলা প্রাঙ্গণ।পুরো এলাকা সি সি ক্যামেরার আওতায় আনা হয়েছে ।রয়েছে কয়েক জন ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত ।
(সংগৃহীত )

Post a Comment
Facebook Disqus