x
দীপক সূত্র ধর / বর্তমান বার্তা ডট কম / ৩ জুন ২০১৫ / সোনারগাঁয়ের বারদী শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১২৫ তম তিরোধান উৎসব উপলক্ষ্যে আশ্রম কমিটি ৩ দিন ধর্মীয় বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। অনুষ্ঠানের মধ্যে রয়েছে, ভক্তিমূলক গান, গীতা ও চন্ডী পাঠ, আগত ভক্তদের মধ্যে প্রসাদ বিতরন। এছাড়াও বিভিন্ন সেবামূলক সংগঠন নানা ধরনের কর্মসূচি হাতে নিয়েছে। উৎসবকে ঘিরে আশ্রম এলাকায় করা নিরাপত্তা ব্যবস্থা করেছে প্রসাশন।সরেজমিনে দেখা গেছে, উৎসব উপলক্ষ্যে আশ্রম ও এর আশপাশের এলাকা সাজানো হয়েছে বর্ণিল সাজে। আশ্রমের প্রধান ফটক ও যাত্রী নিবাসের ভবনগুলোতে নানা রকম আলোক সজ্জায় সজ্জিত করা হয়েছে। উৎসবে যোগদিতে ভারত, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশ থেকে বিপুল সংখ্যক লোকনাথ ভক্ত বারদী আশ্রমে সমবেত হয়েছেন। আশ্রমের বাহিরের মাঠে পসরা সাজিয়ে বসছেন বিভিন্ন দোকানীরা। তাছাড়াও শ্রী শ্রী লোকনাথ সেবা সংঘ, শারদাঞ্জলি ফোরাম বাংলাদেশসহ বিভিন্ন সংগঠন আগত ভক্তদের মাঝে বিনামূল্যে সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সেবার মধ্যে রয়েছে, শিশুদের জন্য দুধ বিতরণ, ঔষধসহ চিকিৎসা সেবা, মিষ্টি, চিড়ামুড়ি, বাতাসা, পানি ও শরববত বিতরণ। উৎসব উপলক্ষে অপরাধ রোধে ৩০টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। আশ্রমের পুরো এলাকায় জুরে এ সিসি ক্যামেরা।বসানো হয় স্থানীয় প্রসাশন তিনজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করছেন। যানজট কমাতে থানা পুলিশের সাথে সহযোগিতা করছে স্থানীয় জনগণ। উৎসব উপলক্ষে মেলা চলবে সপ্তাহ ব্যাপি।
a
Post a Comment
Facebook Disqus