জিএম সুমন / বর্তমান বার্তা ডট কম / ৩০ জুন ২০১৫ /  মদনগঞ্জ ইসলামপুর প্রগতী সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি ফরহাদ মিয়া ওরফে পানু সরদারের ২৩ তম মৃত্যু বার্ষিকী আজ ( বুধবার)। ৩ জুলাই (শুক্রবার) পানু সরদারের স্ত্রী সৈয়াদুন্নেছার প্রথম মৃত্যু বার্ষিকী।
এ উপলক্ষে মরহুমের মেয়ে নাসিমা বেগম ও মেয়ের জামাতা চাঁন মিয়ার বাড়িতে ও মদনগঞ্জ মসজিতে কোরআনখানি এবং মিলাদের আয়োজন করা হয়েছে। এ ছাড়াও ফতুল্লায় হযরত শাহ ফতেউল্লাহ ( র:) মাজার শরীফে মিলাদের আয়োজন করা হয়েছে। ১৯৯২ সালের ১ জুলাই বার্ধক্যজনিত কারনে পানু সরদার মারা যান। গত বছর ২০১৪ সালের ৩ জুলাই তার স্ত্রী সৈয়াদুন্নেছা পরলোক গমণ করেন। প্রসঙ্গত, পানু সরদার ও সৈয়াদুন্নেছা ইসলামিক টিভির জেলা প্রতিনিধি ও নিউজ নারায়ণগঞ্জের বিশেষ প্রতিনিধি আনোয়ার হাসানের খালু এবং খালা।

Post a Comment

Disqus