বর্তমান বার্তা ডট কম / ৩০ জুন ২০১৫ / নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মঙ্গলেরগাঁও বটতলা বাজার এলাকায় সৌদি আরবের ডেপলপার কোম্পানী মহাচাচার মালিক সৌদি নাগরিক ওমর সাঈদ আল জাহারানীর নিজস্ব অর্থায়নে মঙ্গলেরগাঁও বটতলা বাজার জামে মসজিদ নির্মাণ কাজ পুরোদমে শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের মুগারচর এলাকার মৃত আমান উল্লার ছেলে মোক্তার হোসেন দীর্ঘ ১৮ বৎসর যাবৎ সৌদি আরব ডেপলপার কোম্পানী মহাচাচায় কর্মরত আছেন। একই কোম্পানীতে অনেক দিন মালিক পক্ষের সহবস্থানে থেকে কর্মদক্ষতায় আস্থা অর্জন করে ফেলে মোক্তার । সৌদি নাগরিক ওমর সাঈদ আল জাহারানী বাংলাদেশে মসজিদ নির্মাণ করার জন্য ইচ্ছা প্রকাশ করলে মোক্তার হোসেন তারই নিজ এলাকায় মসজিদ ও লিল্লাহ বডিং মাদ্রাসা করার প্রস্তাব দেয়। সৌদি নাগরিক ওমর সাঈদ আল জাহারানী নিজে এসে সরেজমিন তদারকি করে মসজিদ নির্মাণ করার জন্য অর্থ বরাদ্ধ দেয়। গত ২০ই জুন নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁয়ের সংসদ সদস্য আলহাজ্ব লিয়াকত হোসেন খোকা মঙ্গলেরগাঁও বাজার জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করে। পরের দিন থেকেই মসজিদ নির্মাণ কাজ পুরোদমে শুরু হয়েছে। মসজিদ নির্মাণ কাজে সার্বক্ষনিক সহযোগিতায় রয়েছেন মসজিদ কমিটির সভাপতি ইউপি সদস্য সৈয়দ মজিবুর রহমান, সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম, মাওঃ সেকান্দর আলী,আঃ সালাম ভুইয়া,জাহাঙ্গীর হোসেন,মোস্তফা মিয়া,দেলোয়ার হোসেন,তাইজ উদ্দিন মুন্সী,আলাউদ্দিন মুন্সী,আনোয়ার হোসেন প্রমূখ।

Post a Comment
Facebook Disqus