র্বতমান র্বাতা ডট কম / ১০ জুন ২০১৫ / গতকাল বুধবার সকাল ১০টায় বন্দরের সোনাকান্দায় বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজী অডিটরিয়ামে বিআইএমটি’র শিক্ষার্থীদের সিঙ্গাপুরে কর্মসংস্থানের সুযোগ, সমস্যা ও সম্ভাবনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজগর হোসেনের সভাপতিত্বে  বিআইএমটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন সিঙ্গাপুর আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বিআইএমটি ’র অধ্যক্ষ প্রকৌশলী আকরাম হোসেন, মুকুল কুমার শর্মা, মোহাম্মদ হাসান মিয়া,  জিয়াউল হক এবং প্রতিষ্ঠানের নতুন পুরনো ছাত্ররা।  মত বিনিময় সভায় ছাত্ররা বলেন, বিআইএমটিতে রুটিন অনুযায়ী ক্লাস হয়না। শিক্ষকরা ক্লাসে নিয়মিত উপস্থিত থাকেননা। সিডিউল টাইম অনুযায়ী ওয়ার্কশপগুলো খোলা হয়না। ট্রেড কোর্সগুলো এখনো এইচ এস সি’র সমমানের করা হয়নি। এছাড়া বি এস সি কোর্স অর্ন্তভুক্তির কথা থাকলে ও তা  অর্ন্তভুক্ত হয়নি। সভায় প্রধান অতিথির বক্তব্যে ছাত্রদের প্রশ্নের জবাব দিতে গিয়ে বিআইএমটি ’র অধ্যক্ষ প্রকৌশলী আকরাম আলী বলেন, বিআইএমটিতে ৩/৪ বছর আগে ক্লাস এবং ট্রেনিং কার্যক্রম শূন্য পর্যায়ে ছিল। কোন ক্লাস হতনা। এখন প্রায় ৭০% থেকে ৮০% ভাগ  ক্লাস হচ্ছে। আমি অবস্থার উত্তরনে কাজ করছি। দীর্ঘদিনের দুর্ণীতি ও অনিয়ম দূর করতে অনেক সমস্যায় পড়তে হচ্ছে। যে সমস্ত শিক্ষকরা ক্লাসে ফাঁকি দিচ্ছেন, আমি তাদের সর্ম্পকে ওয়াকিবহাল। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে, ইতিমধ্যে কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি বলেন, ওয়ার্কশপের সিএনসি মেশিনে ৮ বছর ধরে সমস্যা বিরাজ করছে। একজন দক্ষ সিএনসি অপারেটর নিয়োগ দিয়েও প্রশাসনিক কারণে আজও সমস্যার সমাধান করা সম্ভব হয়নি। পরবর্তী সময়ে সমাধান করা হবে বলে তিনি জানান। গেজেট পরিবর্তনের জন্য উর্ধŸতন কর্তপক্ষের কাছে আবেদন করা হয়েছে। আমরা প্রশাসনিক ভাবে প্রায় ৮০  ভাগ সফল হয়েছি। তাত্ত্বিক এবং ব্যবহারিক দক্ষতা অর্জন করতে পারলেই বিআইএমটির শিক্ষার্থীরা সিঙ্গাপুরসহ দেশে ও বিদেশে আবেদনের সুযোগসহ চাকুরীর সুযোগ পাবে।


Post a Comment

Disqus