শাহজালাল (সাব্বির) /বর্তমান বার্তা ডট কম / ১০ জুন ২০১৫/ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁও উপজেলার মেঘনা নিউ টাউন এলাকায় মহাসড়ক পারাপারের সময় মালবাহী গাড়ির চাপায় পড়ে আরেফিন (৩৫) নামে এক কারখানা শ্রমিক নিহত হয়েছে। গতকাল বুধবার সকালে এঘটনা ঘটে। এ সময় কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ গাড়িসহ চালককে আটক করে । নিহত আরেফিন মেঘনা শিল্পনগরী এলাকায় অবস্থিত আবুল খায়ের কারখানার শ্রমিক। তার গ্রামের বাড়ি পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলার নাছিরাবাদ এলাকায়। তার পিতার নাম- আঃ রশিদ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল বুধবার সকালে মেঘনা শিল্পনগরীর লঞ্চঘাট এলাকা থেকে আবুল খায়ের কারখানার শ্রমিক আরেফিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পারাপার হওয়া সময় ঢাকা থেকে কুমিল্লা যাওয়ার পথে ঢাকা মেট্টো (ট-১৪৮৯৭৩) আরেফিনকে চাপা দেয় এত ঘটনাস্থলেই তার মুত্যু হয়। এসময় এলাকাবাসী ঘটনাস্থল থেকে চালক হেলাল মিয়াসহ গাড়িটি আটক করে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের কাছে সোর্পদ করে।
Post a Comment
Facebook Disqus