বর্তমান বার্তা ডট কম / ০১ জুন ২০১৫/ গতকাল সোমবার কৃষক ও মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান ও কর্মশালা দিনব্যাপি সোনারগা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ হটিকালচালার ও প্রেডোসার এক্্রপোর্ট এসোশিয়েসনে উদ্যোগে এ কর্মশালা অনুষ্টিত হয়।
 জানা গেছে, বাংলাদেশ থেকে কৃষি পণ্য রপ্তানি করে যে পরিমান অর্থ অর্জন হচ্ছে। বর্তমানে বিশ্ব বাজারে এই পণ্য চাহিদা দিন দিন বেড়ে চলছে। নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ের কৃষি পন্য বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপক চাহিদা থাকায় বাংলাদেশ হটিকালচালার ও প্রেডোসার এক্্রপোর্ট এসোশিয়েসনে উদ্যোগে সোনারগাঁও উপজেলার কৃষক ও কৃষি অফিসের উপ সহকারী কর্মকতাদের বিভিন্ন ভাবে প্রশিক্ষণ প্রদান করেন এই সংগঠনটি। কৃষি পণ্যতে পোকামাকর ও  রোদ বৃষ্টিতে ক্ষতি না করতে পারে তার জন্য কৃষক ও উপ সহকারী কৃষি কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যাতে বিশ্ব বাজারে কৃষি পণ্য চাহিদা দিন দিন বৃদ্ধি পায়।
সোনারগাঁও উপজেলার নিবার্হী কর্মকতা আবু নাছের ভুঞা সভাপতিত্বে প্রশিক্ষণ মালা অনুষ্ঠিত হয় । উপজেলার কৃষি কর্মকর্তা আশেক পারভেজের আয়োজিত কর্মশালায়  প্রধান অতিথি  ছিলেন উপ-পরিচালক (এক্্রপোর্ট) আনোয়ার হোসাইন খাঁন । বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ আব্বাস উদ্দিন । এসময় আরও উপস্থিত ছিলেন হাফিজুর রহমান ,জাহিদ হাসান জিন্নাত প্রমূখ ।

Post a Comment

Disqus