বর্তমান বার্তা ডট কম / ০১ জুন ২০১৫/বন্দরে স্বামীর দেয়া গহনা ও টাকা চুরি করে পরকিয়া প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ার ঘটনায় বন্দর থানায় দায়েরকৃত চুরি মামলায় পুলিশ প্রেমিক যুগলকে ২ দিনের রিমান্ডে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ অব্যহত রেখেছে পুলিশ। গত রোববার বিকেলে প্রেমিক যুগলদের আদালত থেকে রিমান্ডে আনে পুলিশ। রিমান্ডে আসা প্রেমিক যুগলরা হলো নিজাম উদ্দিন (২৮) ও ফারজানা আক্তার দুলন (২৩)।
জানা গেছে, বন্দরের ঘারমোড়া কোনাপড়া এলাকার শাহাবুদ্দিন মিয়ার স্ত্রী ফারজানা আক্তার দুলন বন্দরের মাহমুদ নগর এলাকার আঃ রাজ্জাক মিয়ার ছেলে নিজাম উদ্দিনের পরকিয়া প্রেমে পড়ে। এর জের ধরে গত ১৮ মে রাত ৮টায় প্রেমিকা দুলন স্বামীর দেয়া ২০ ভরি স্বর্ণের গহনা ও স্বারীর রাখা ২ লাখ ৫০ হাজার টাকা ঘর থেকে নিয়ে পরকিয়া প্রেমিক নিজাম উদ্দিনের সাথে পালিয়ে যায়। এ ঘটনায় স্বামী শাহাবুদ্দিন থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ নিজামের আত্বিয়দের আটক করে চাপ দিলে ১০ দিন পর গত শুক্রবার নিজাম ও দুলন এলাকায় ফিরে এলে পুলিশ তাদের গ্রেপ্তার করে। এ ঘটনায় স্বামী শাহাবুদ্দিন থানায় ২ জনকে আসামী করে ৩৮০/১০৯ দঃবিঃ ধারায় মামলা দায়ের করে। পুলিশ তাদেরকে গত রোববার দুপুরে ২ দিনের রিমান্ডে এনে বন্দর থানা হাজতে জিজ্ঞাসাবাদ অব্যহত রেখেছে। প্রেমিক যুগলদের ২ দিনের রিমান্ড শেষে আজ মঙ্গলবার দুপুরে উক্ত মামলায় তাদের ফের আদালতে প্রেরন করবে বলে মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই আলাউদ্দিন তিনি সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।
জানা গেছে, বন্দরের ঘারমোড়া কোনাপড়া এলাকার শাহাবুদ্দিন মিয়ার স্ত্রী ফারজানা আক্তার দুলন বন্দরের মাহমুদ নগর এলাকার আঃ রাজ্জাক মিয়ার ছেলে নিজাম উদ্দিনের পরকিয়া প্রেমে পড়ে। এর জের ধরে গত ১৮ মে রাত ৮টায় প্রেমিকা দুলন স্বামীর দেয়া ২০ ভরি স্বর্ণের গহনা ও স্বারীর রাখা ২ লাখ ৫০ হাজার টাকা ঘর থেকে নিয়ে পরকিয়া প্রেমিক নিজাম উদ্দিনের সাথে পালিয়ে যায়। এ ঘটনায় স্বামী শাহাবুদ্দিন থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ নিজামের আত্বিয়দের আটক করে চাপ দিলে ১০ দিন পর গত শুক্রবার নিজাম ও দুলন এলাকায় ফিরে এলে পুলিশ তাদের গ্রেপ্তার করে। এ ঘটনায় স্বামী শাহাবুদ্দিন থানায় ২ জনকে আসামী করে ৩৮০/১০৯ দঃবিঃ ধারায় মামলা দায়ের করে। পুলিশ তাদেরকে গত রোববার দুপুরে ২ দিনের রিমান্ডে এনে বন্দর থানা হাজতে জিজ্ঞাসাবাদ অব্যহত রেখেছে। প্রেমিক যুগলদের ২ দিনের রিমান্ড শেষে আজ মঙ্গলবার দুপুরে উক্ত মামলায় তাদের ফের আদালতে প্রেরন করবে বলে মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই আলাউদ্দিন তিনি সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

Post a Comment
Facebook Disqus