বর্তমান বার্তা ডট কম / ৩০ জুন ২০১৫/ কুমিল্লায় কৃষি সম্প্রসারণ অধিদফতরের হর্টিকালচার সেন্টারের ভিতরে সরকারি একটি পুকুরে বিষ ঢেলে লক্ষাধিক টাকার মাছ নিধন করে বিক্রি ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ভাগবাটোয়ারা করে নেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই সেন্টারের দুই কর্মকর্তা পরস্পর যোগসাজশে গত রোববার এসব মাছ বিক্রি ও ভাগভাটোয়ারা করে নেন। অভিযোগে জানা যায়, নগরীর শাসনগাছা এলাকায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের হর্টিকালচার সেন্টারের অভ্যন্তরে ৯৬.৪৮ শতাংশ জমিতে একটি পুকুর রয়েছে।
ওই পুকুরে শনিবার রাতে হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক মো. মোতাহের হোসেন মজুমদার ও উপ-সহকারী উদ্যান কর্মকর্তা হুমায়ন কবির ভূইয়ার যোগসাজশে মাছ বিক্রির লক্ষ্যে ওই পুকুরে মারশাল নামে কীটনাশক দেয়া হয়। এতে ওই পুকুরে থাকা দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ মরে যায়। রোববার সকালে ওই পুকুরে বড় জাল দিয়ে এসব মাছ উত্তোলন করে নগরীর বাজারে লক্ষাধিক টাকায় বিক্রি করা হয়। পরে হর্টিকালচার সেন্টারের সব কর্মকর্তা-কর্মচারীর মধ্যে মাছের একাংশ ভাগবাটোয়ারা করা দেয়া হয়।

Post a Comment

Disqus