সাইফুর রহমান (শুভ) / বার্তমান বার্তা ডট কম / ২৯ জুন ২০১৫ / (নারায়ণগঞ্জ-৩) সোনারগাঁ আসনের এমপি ও জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকার পক্ষ থেকে গতকাল সোমবার বিকালে  মোগরাপাড়া চৌরাস্তা আইয়ুব প্লাজার ৪ তলায় তাঁর নিজ কার্যালয়ে গরীব দুস্থদের মধ্যে ১০ কেজি করে চাউল এবং পরিবহণ যাতায়ত বাবদ নগদ ২শত করে টাকা তাদের হাতে তুলে দেন। ৬০ জন গরীব দুস্থদের মধ্যে ওই চাউল ও অর্থ বিতরণ করেন । এসময় উপস্থিত ছিলেন ড্রীম সোসাইটির প্রতিনিধি হোসেন (তুহিন) , ইমরান হোসেন, উপজেলা জাতীয় পার্টির নেতা লুৎফর রহমান তোতা, সাদিপুর ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের  মেম্বার মুজিবুর রহমান, নোয়াগাঁ ইউনিয়ন পরিষদের মইনুদ্দিন মেম্বার, শাহিন, কামাল হোসেন বাদল ,উপজেলা জাতীয় ছাত্রসমাজের আহব্বায়ক ফজলুল হক মাষ্টার। আরও উপস্থিত ছিলেন অখিল মেম্বার, রাজু আহম্মেদসহ অসংখ্য নেতাকর্মী ও জনপ্রতিনিধিগন। এসময় চাউল ও অর্থ পেয়ে শাহ আলম (৫৫), কবির হোসেন (৪২), আমেনা বেগম (৫০), জমিলা বেগম (৩৪), কুলসুম আরা বেগম (৩৯) , আক্তারা বেগম (৩৭) প্রমুখ বলেন , আমরা সোনারগাঁয়ে আরও এমপি , মন্ত্রী ও মেম্বার চেয়ারম্যান দেখেছি এরকমের বড় মনের মনের এমপি মানুষ এ প্রথম দেখলাম। আল্লাহ পাক যেন তিনির মনের আশাপূর্ন করেন। এআশা ব্যক্ত করে, হাসি মুখে চাউল ও নগদ অর্থ নিয়ে যার যার বাড়িতে চলে যান।



Post a Comment

Disqus