বর্তমান বার্তা ডট কম / ২৯ জুন ২০১৫ /  সোনারগাঁয়ে ইজারা ছাড়া একটি সিন্ডিকেটের লোকজন মেঘনা নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলন করলেও প্রশাসন এই ব্যাপারে কোন পদক্ষেপ নিচ্ছে না। এমন অভিযোগ তুলে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জবাব চেয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যানরা। গতকাল সোমবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সভায় স্থানীয় ইউপি চেয়াম্যানরা এ অভিযোগ তুলেন। জবাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাছের ভুঞাঁ ক্ষুদ্ধ হয়ে উঠলে আইন শৃঙ্খলা সভায় হট্টগোল শুরু হয়। পরে উপস্থিত সকলের মধ্যস্থতায় সভার কার্যক্রম পূনরায় শুরু করা হয়।
জানা গেছে, গতকাল সোমবার সকালে সোনারগাঁ উপজেলা পরিষদ সভাকক্ষে আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব হোসেন সরকার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে উদ্দেশ্য করে বলেন একটি সিন্ডিকেটের লোকজন ইজারা ছাড়া দীর্ঘদিন যাবত মেঘনা নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলন করে আসছে। এব্যাপারে প্রশাসন কেন ব্যবস্থা নিচ্ছে না এমন প্রশ্নের জবাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাছের ভুঞাঁ ক্ষুদ্ধ হয়ে উঠেন। এসময় সভায় উপস্থিত অন্য ইউপি চেয়ারম্যানরা  অবৈধ ভাবে বালু উত্তোলনের বিষয়ে একমত পোষন করলে হট্টগোল শুরু হয়। পরে উপস্থিত সকলের মধ্যস্থতায় সভার কার্যক্রম পূনরায় শুরু করা হয়।
এ সময় ইউপি চেয়ারম্যানরা অভিযোগ করে বলেন, মেঘনা নদীতে বিভিন্ন নৌ পরিবহনে প্রকাশ্যে চাঁদাবাজী, পল্লী বিদ্যুৎ অফিসে গ্রাহক হয়রানি ও উপজেলার বিভিন্ন স্থানে একের পর এক ডাকাতি সংগঠিত হওয়ায় জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। প্রশাসন এসব কিছু দেখেও অজ্ঞাত কারনে কোন ব্যবস্থা নিচ্ছে না। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাছের ভুঞাঁ তার বক্তব্যে অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম রূপন, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার, বারদী ইউপি চেয়ারম্যান মো: জহিরুল হক, মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, সনমান্দি ইউপি চেয়ারম্যান সাহাবুদ্দিন শাবু, জামপুর ইউপি চেয়ারম্যান দেওয়ান উদ্দিন চুন্নু  সাদিপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা প্রমূখ।



Post a Comment

Disqus