বর্তমান বার্তা ডট কম / ২৯ জুন ২০১৫ / গতকাল মঙ্গলবার বন্দরের উত্তর নোয়াদ্দা এলাকায় পাওনা টাকা চেয়ে না পেয়ে পাওনাদাররা দোনাদারের পরিবারের ৪ জনকে পিটিয়ে আহত করেছে। এ ঘটনায় বন্দর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আহতরা হলো নাসির মিয়া (৫০), তার ন্ত্রী নাসিমা বেগম (৪০), ছেলে নাজিম (২৪) ও নাহিদ (২০)। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 
জানা গেছে, বন্দরের কাইতাখালী এলাকার মৃত মাসুম কন্ট্রাকটরের ছেলে আঃ রউফ বন্দরের উত্তর নোয়াদ্দা এলাকার নাসির মিয়ার কাছে ১ লাখ ২১ হাজার টাকা পাবে। গতকাল দুপুরে পাওনা টাকা চাইতে গিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে আঃ রউফ, মোতাভের মিয়ার ছেলে রিপন ও খোকন মিলে দেনাদার নাসির মিয়ার স্ত্রী ছেলেদের পিটিয়ে আহত করে। 


Post a Comment

Disqus