বন্দরে ইলিয়াস ৩ দিনের রিমান্ডে
বর্তমান বার্তা ডট কম / ২৯ জুন ২০১৫ / বন্দর থানার ১৯(৪)১৫ নং মাদক মামরার আসামী ইলিয়াস (২৮) কে পুলিশ আদালত থেকে ৩ দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করছে। গত রোববার পুলিশ তাকে আদালত থেকে ৩ দিনের রিমান্ডে আনেন। রিমান্ডপ্রাপ্ত আসামী ইলিয়াস সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি এলাকার ইদ্রিস আলীর ছেলে। পুলিশ তাকে জিজ্ঞাসাবদ অব্যাহত রেখেছে। আজ মঙ্গলবার তাকে রিমান্ড শেষে আদালতে পেরণ করা হবে বলে থানা সূত্রে জানা গেছে।

Post a Comment
Facebook Disqus