বর্তমান বার্তা ডট কম / ২৯ জুন ২০১৫ /  বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৩ জন আহত হয়েছে। আহতরা হলো কুতুব উদ্দিন (৪৮), নারগীস বেগম (৪০) ও হালিম (৯)। গত রোববার দুপুরে বন্দরের হাজরাদী চাঁনপুর এ ঘটনা ঘটে। এ ব্যাপারে গতকাল সোমবার কুতুব উদ্দিন বাদী হয়ে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
জানা গেছে, বন্দরের হাজরাদী চাঁনপুর এলাকার মৃত তফিজ উদ্দিনের ছেলে কুতুব উদ্দিন তার বাড়ির পাশের পুকুরে ছাগল গোসল করানোর সময় গায়ের পানি যাওয়া নিয়ে একই এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে শাহাদত মিয়ার সাথে ঝগড়া হয় এর জের ধরে শাহাদত, তার ভাই এমদাদ, মৃত মজিদ মিয়ার ছেলে মোস্তফা, তার ছেলে রাকিব মিলে কুতুব উদ্দিনের বাড়িতে যেয়ে হামলা চালিয়ে কুতুব উদ্দিনকে পিটিয়ে হাত ভেঙ্গে ফেলে। এ সময় তার স্ত্রী নারগীস বেগম ও ছেলে হালিম এগিয়ে এলে তাদেরও পিটিয়ে আহত করে।

Post a Comment

Disqus