বর্তমান বার্তা ডট কম / ২৯ জুন ২০১৫  /  পারিবারিক কলোহের জের ধরে এমদাদুল হক টুকু (৪৭) নামে এক ব্যাক্তি  গলায় রশি পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আতœহত্যা করেছে। গতকাল রোববার সন্ধ্যা ৭টায় বন্দর থানার রুপলী আবাসিক এলাকাস্থ আব্দুল হাকিম মিয়ার ভাড়াটিয়া বাড়ীতে এ আতœহত্যার    এ ঘটনাটি ঘটে। আতœহত্যার ঘটনার সংবাদ পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। আতœহত্যাকারি এমদাদুল হক টুকু সিরাজগঞ্জ জেলার বেলকচি থানার কামাড় পাড়া এলাকার মৃত হাজী সাধু প্রমানিক মিয়ার ছেলে। এ ব্যাপারে বন্দর পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এসআই মনোয়ার হোসেন জানিয়েছে, আতœহত্যার সংবাদ পেয়ে আমিসহ আমার র্ফোস দ্রুত ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে লাশ মর্গে প্রেরণ করি। নিহতের পরিবার জানিয়েছে পারিবারিক কলোহের কারনে এমদাদুল হক টুকু ৭তলা ভবনের ৫তলা সিঁড়ির লোহার সাথে রশি লাগিয়ে গলায় ফাঁস দিয়ে আতœহত্যা করে। আতœহত্যার ঘটনায় বন্দর থানায় অপমৃত্যুার মামলা দায়েরে করা হয়েছে।

Post a Comment

Disqus