বর্তমান বার্তা ডট কম /৯ জুন ২০১৫/  বন্দরে এক যুবতীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কুমিল্লা জেলার দ্বেবীদার থানার ফতেয়াবাগ এলাকার মৃত আবুল হাসেমের মেয়ে বাদী হয়ে বন্দর কলাবাগ এলাকার শফিউদ্দিন মিয়ার ছেলে সবুজকে আসামী করে বন্দর থানায় একটি অভিযোগ করেন। অভিযোগের ঘটনায় পুলিশ ধর্ষক সবুজ (২৫) কে গ্রেফতার করেছে।
জানা গেছে, বন্দর থানার কলাবাগ এলাকার শফিউদ্দিন মিয়ার ছেলে সবুজ মোবাইল ফোনে কুমিল্লা দ্বেবীদার থানার ফাতেয়াবাগ এলাকার মৃত আবুল হাসেমের মেয়ে সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। সে সুবাধে প্রেমিকাকে বন্দরে এনে বিভিন্ন স্থানে রেখে একাধিকবার ধর্ষণ করে। প্রেমিকা তাকে বিয়ের জন্য চাপ দিলে সে বিয়ে করতে অস্বীকার করায় প্রেমিকা থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করে। পরে থানায় ধর্ষণ মামলা দায়ের করা হয়।

Post a Comment

Disqus