বর্তমান বার্তা ডট কম /৯ জুন ২০১৫/ বন্দরের হরীপুরে মাদক ব্যবসায় বাধা দেয়ার জের ধরে মাদক ব্যবসায়ীরা সজিব (২২) নামে এক যুবককে ছুরিকাঘাত করে পেটের বুড়ি বের করে ফেলেছে । গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় হরীপুর বাজারে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত সজিবকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিওতে ভর্তি আছে। তার অবস্থা আশংকা জনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। জানা গেছে, গত সোমবার রাত ১২ টায় বন্দরের হরীপুর বাজারে চা-দোকানী মোস্তফা তার দোকানের সামনে একই এলাকার বারেক মিয়ার ছেলে হাবু ও মৃত কদম আলীর ছেলে মোশারফকে মাদক বিক্রিতে বাধা দিলে মাদক ব্যবসায়ীরা মোস্তফাকে মারধর করে। সকালে মোস্তফার ছেলে সজিব দোকান খুলে দোকানদারী করতে থাকে ১১ টায় হাবু ও মোশারফ এসে তাকে ধরে নিয়ে মোশারফের গ্যারেজে নিয়ে উপর্যপুরি ছুরিকাঘাত করে পেটের বুড়ি বের করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে প্রথমে মদনপুর ঈশাঁখা জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। বর্তমানে সে আইসিওতে ভর্তি আছে। ঈশাঁখা জেনারেল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান, সজিবের অবস্থা ভাল না তার অবস্থা আশংকা জনক। সংবাদ পেয়ে বন্দর থানার দারোগা বিপুল চন্দ্র ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি মাদকি বিক্রির আস্তানা মোশারফের গ্যারেজ ঘর ভেঙ্গে ফেলে। দারোগা বিপুল ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
Post a Comment
Facebook Disqus