বর্তমান বার্তা ডট কম /৯ জুন ২০১৫/ নাসিক ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলামের এ কেমন নিষ্ঠুর আদালত। স্বামী-স্ত্রীর ঝগড়ার সালিস করার নামে মিন্টু (৩৮) নামে এক ব্যক্তিকে নির্মম ভাবে পিটিয়ে হাসপাতালে পাঠিয়ে চরম মানবাধিকার লঙ্ঘন করেছে। গত সোমবার দুপুরে বন্দরের কুড়িপাড়ায় কাউন্সিলর সিরাজের কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ ব্যপারে বন্দর থানায় কাউন্সিলর সিরাজের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
আহত মিন্টু জানান, তিনি ১২ বছর পূর্বে মুন্সীগঞ্জে বিয়ে করেন। তাদের বর্তমানে ৩ সন্তান রয়েছে। গত রোববার তার স্ত্রী রুমার সাথে ঝগড়া হয়। এ ঝগড়ার জের ধরে স্ত্রী রুমা স্বামীর ৪৯ হাজার টাকা ও গহনা নিয়ে বাড়ি থেকে পালিয়ে ধামগড় ইউনিয়নের বাসিন্দা হয়েও সিটি কর্পোরেশনের কাউন্সিলর সিরাজুল ইসলামের কাছে বিচার দেন। কাউন্সিলর সিরাজ তার লোক ইসহাক, আবু সাঈদ ও মহিউদ্দিনকে দিয়ে তাকে বাড়ি থেকে ধরে এসে লোহার পাইপ দিয়ে নির্মম ভাবে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করায়। মিন্টু আরও জানান, তার উপরে নির্যাতনের কথা কাউকে বললে  বা থানায় কোন অভিযোগ করলে তার স্ত্রীকে দিয়ে নারী নির্যাতন মামলা করিয়ে তাকে পথে বসাবে নয়তো তাকে হত্যা করে ফেরা হবে বলেও হুমকী দেয়। তার সমস্ত শরীরে পিটুনীর আঘাত রয়েছে। এ ঘটনায় মিন্টু বাদী হয়ে বন্দর থানায় লিখিত অভিযোগ করেন। এ ব্যপারে ধামগড় ইউনিয়নের শাহ আলম মেম্বার জানান, মিন্টু তার ইউনিয়ন পরিষদের বাসিন্দা ও তার ওয়ার্ডের লোক। কিন্তু কাউন্সিলর সিরাজ তার ওয়ার্ডের লোকের উপর নির্মম নির্যাতন করে মানবাধিকার চরম ভাবে লঙ্ঘন করেছে। এ জন্য তার বিচার হওয়া উচিত। এ ব্যপারে কাউন্সিলর সিরাজের সাথে মোবাইল ফোনে আলাপ করলে তিনি বলেন মিন্টু তার স্ত্রীকে মারধর করেছে এবং তার সাথে বেয়াদবি করেছে। এ জন্য তাকে উচিত শিক্ষা দেয়া হয়েছে। এ ব্যপারে বন্দর থানার দারোগা তালেব জানান একটা অভিযোগ পেয়েছি তবে বিষয়টি খতিয়ে দেখছি।

Post a Comment

Disqus