বর্তমান বার্তা ডট কম / ১৫ জুন ২০১৫ / বার সকাল সাড়ে ৮টার দিকে রাজবাড়ী ফায়ার সার্ভিস অফিসের সামনে রাজবাড়ী-ফরিদপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
রাজবাড়ী সদর থানার ওসি শহীদুল ইসলাম জানান, হতাহতরা সবাই মাহেন্দ্রর আরোহী ছিলেন।
নিহত উত্তম কুমার দে'র (৫০) বাড়ি রাজবাড়ী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে। তিনি পানের ব্যবসা করতেন।
আহতরা হলেন- কল্যাণপুর গ্রামের জাহাঙ্গীর হোসেন, একই গ্রামের সাকিল আহমেদ (২২), মানিকগঞ্জের বান্দুটিয়া গ্রামের উপ-সহকারী কৃষি কর্মকর্তা কাজী মোশারফ হোসেন (৫০) এবং বালিয়াকান্দির নারুয়া গ্রামের ইসলাম হোসেন (৩৫)।
এদের মধ্যে মাহেন্দ্র চালক জাহাঙ্গীরকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতাল থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ইসলাম ও মোশারফকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
দুর্ঘটনাকবলিত বাসটি ফরিদপুর থেকে রাজবাড়ী আসছিল। অন্যদিকে মাহেন্দ্রটি আরোহীদের নিয়ে রাজবাড়ী থেকে গোয়ালন্দ মোড়ের দিকে যাচ্ছিল।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি শহীদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনাস্থলে মাহেন্দ্রটি একটি অটোরিকশাকে ‘ওভারটেক’ করে সামনে যেতে চাইলে বিপরীত দিক থেকে আসা বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহেন্দ্রটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এক আরোহীর মৃত্যু হয়।
বাসটি পুলিশের হেফাজতে রয়েছে। বাস চালক পালিয়ে গেছে বলে জানান ওসি
Post a Comment
Facebook Disqus