দীপন সরকার / বর্তমান বার্তা ডট কম / ১৫ জুন ২০১৫ / সোনারগাঁও উপজেলার কাঁচপুর ইউনিয়নের চেঙ্গাইন এলাকা থেকে গত রোববার গভীর রাতে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ১টি ট্রাক, ৩টি ছোরা ও ১ টি শাবলসহ দেশীয় বিভিন্ন অস্ত্রসস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গতকাল সোমবার দুপুরে সোনারগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কাঁচপুর ইউনিয়নের চেঙ্গাইন এলাকায় গত রোববার গভীর রাতে ৮/১০ জনের একদল আন্তঃজেলা ডাকাতদল ট্রাকযোগে (বগুড়া-ট-১১-০১১০) এসে বিভিন্ন যানবাহনে ও শিল্পপ্রতিষ্ঠানে ডাকাতির প্রস্তুতি নেয়। এসময় ওই এলাকায় টহলরত পুলিশ বিষয়টি টের পেলে সোনারগাঁও থানার সহকারী উপ-পরিদর্শক আবুল কালাম আজাদের নেতৃত্বে একদল পুলিশ ডাকাতদের ধাওয়া করে রনি, কাউসার, হাসনাতুল রহমান শহিদ ও সোহেল খাঁন নামে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে হাতেনাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ১টি ট্রাক, ৩টি ছোরা ও ১ টি শাবলসহ দেশীয় বিভিন্ন অস্ত্রসস্ত্র উদ্ধার করা হয়েছে।
সোনারগাঁও থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শাহ্ মো: মঞ্জুর কাদের জানান, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তাদের প্রাথমিক জিঞ্জাসাবাদে গত ৩০ মার্চ সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের মীরেরটেক বাজারের একটি চাউলের আড়তে তিন’শ বিশ বস্তা চাউল ডাকাতির সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এছাড়াও সোনারগাঁও সহ দেশের বিভিন্ন এলাকায় একাধিক শিল্পপ্রতিষ্ঠানে ও যানবাহনে ডাকাতির ঘটনায় জড়িত রয়েছে বলে তারা স্বীকার করে। গ্রেফতারকৃত ডাকাতরা ফেনী জেলার বাগদানা গ্রামের মৃত ওবায়দুল হকের ছেলে রনি। চাঁদপুর জেলার লক্ষীপুর গ্রামে আলম চাঁনের ছেলে কাউসার। ময়মনসিংহ জেলার বৈসর গ্রামে মহসিন মিয়ার ছেলে হাসনাতুল রহমান শহিদ। ময়মনসিংহ জেলার গফরগঞ্জ গ্রামে আকতার উদ্দিনের ছেলে সোহেল খাঁন।

Post a Comment
Facebook Disqus