বর্তমান বার্তা ডট কম / ১৬ জুন ২০১৫ / সোনারগাঁ উপজেলার সম্ভুপুরা ইউনিয়নের ১০ গ্রামের মানুষ নিজেদের ফসলী জমি বাঁচাতে  উপজেলা নির্বাহী কমকর্তার কাছে গতকাল মঙ্গলবার সকালে স্মারক লিপি প্রদান করেন ভ’ক্তভোগি কৃষকরা ।
জানা গেছে সম্ভুপুরা ইউনিয়নের দশদোনা,গজারিয়াপাড়,দড়িগাও,চেলারচর,সুর্বনগ্রাম সহ ১০ গ্রামের লোকজন নিজেদের ফসলী জমি হারানোর ভয়ে আতংকিত । মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বলাকিচর এলাকার সন্ত্রাসী নাজমুল বাহিনী লোকজন নিয়ে দীর্ঘদিন ধরে ফসলী জমির মাটি কেটে  নিচ্ছে। সোনারগাঁয়ের কৃষকদের ফসলী জমি ড্রেজারদিয়ে কেটে নেয়ার অভিযোগ করে মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  আবু নাছের ভ’ঁঞার কাছে এ স্মারক প্রধান করে ।
ওই এলাকার সাধারণ কৃষক তৈয়ত আলী, আঃ সোবাহান,আক্তার হোসেন, আলী মিয়া, জালাল উদ্দিন বলেন, মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বলাকিচর এলাকার সন্ত্রাসী নাজমুল বাহিনী লোকজন নিয়ে অবৈধভাবে সোনারগাঁ উপজেলার মেঘনা নদীর তীর ঘেষে সম্ভুপুরা ইউনিয়নের দশ গ্রামের মানুষ  ফসলী জমি দীর্ঘদিন ধরে ফসলী জমির মাটি কেটে  নিচ্ছে। এতে করে নদী ঘেষা দশটি গ্রাম নদী গর্ভে বিলিন হওয়ার আসংকা রয়েছে । এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাছের ভূঁঞা বলেন ঐ এলাকার বালু বা মাটি কাটার জন্য কোন প্রতিষ্ঠান বা ব্যাক্তিকে  ইজারা  দেয়া হয়নি । মাটি কাটা বন্ধ করতে শিগ্রই প্রশাসনিক ব্যাবস্থা নেয়া হবে ।

Post a Comment

Disqus