বর্তমান বার্তা ডট কম / ১৬ জুন ২০১৫ / বন্দরের লক্ষণখোলা বনগণে সন্ত্রাসী নিয়ে মুরিদ চিশ্তিয়ায়ে কাছেমীয়া দরবার দখলের চেষ্টা ও দরবারের পীরের ছেলেসহ ৫ জনকে মারধরসহ দরবার ভাংচুর করেছে। গত শনিবার রাতে এ হামলার ঘটনা ঘটে। এ ব্যপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। দরবারের মুরিদ আলী হোসেনের নেতৃত্বে নবীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী নূরুল ইসলামের ভাগিনা চিহ্নিত সন্ত্রাসী রাজু, আলী হোসেনের ছেলে জনি, ইকবাল ও রবিনসহ ১০/১২ জনের সন্ত্রাসীদল দেশীয় অস্ত্র নিয়ে দরবারে গিয়ে হামলা চালায়। এ সময় দরবারের পরিচালক ও পীরের ছেলে এস এম নুরুল আলম সিদ্দিকী, তার মা, ভাইসহ পার্শ্ববতি বাড়ির আবু তাহেরকে মারধর করে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ ঘটনার তদন্ত করছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
বন্দরে দরবারে হামলা চারিয়েছে সন্ত্রাসীরা
বর্তমান বার্তা ডট কম / ১৬ জুন ২০১৫ / বন্দরের লক্ষণখোলা বনগণে সন্ত্রাসী নিয়ে মুরিদ চিশ্তিয়ায়ে কাছেমীয়া দরবার দখলের চেষ্টা ও দরবারের পীরের ছেলেসহ ৫ জনকে মারধরসহ দরবার ভাংচুর করেছে। গত শনিবার রাতে এ হামলার ঘটনা ঘটে। এ ব্যপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। দরবারের মুরিদ আলী হোসেনের নেতৃত্বে নবীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী নূরুল ইসলামের ভাগিনা চিহ্নিত সন্ত্রাসী রাজু, আলী হোসেনের ছেলে জনি, ইকবাল ও রবিনসহ ১০/১২ জনের সন্ত্রাসীদল দেশীয় অস্ত্র নিয়ে দরবারে গিয়ে হামলা চালায়। এ সময় দরবারের পরিচালক ও পীরের ছেলে এস এম নুরুল আলম সিদ্দিকী, তার মা, ভাইসহ পার্শ্ববতি বাড়ির আবু তাহেরকে মারধর করে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ ঘটনার তদন্ত করছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

Post a Comment
Facebook Disqus