বর্তমান বার্তা ডট কম / ২৮ জুন ২০১৫ /  বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টি ২০ সিরিজ দিয়ে কার্যকর হবে নতুন নিয়ম। নতুন নিয়মানুযায়ী, টি ২০তেও নো বলে ফ্রি হিট পাবেন ব্যাটসম্যান। এর আগে শুধু বোলারের ওভার স্টেপিংয়ের (লাইন মিস) জন্য নো বল ডাকা হতো।
বার্বাডোজে শুক্রবার আইসিসির বার্সিক সভায় এই নতুন নিয়েমের কথা জানান আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচারর্ডসন। এছাড়াও একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে নতুন কয়েকটি নিয়ম চালু হচ্ছে বলে জানান তিনি।
সীমিত ওভারের ক্রিকেটে ব্যাটসম্যানরা এখন বোলারদের চেয়ে অনেক বেশি সুবিধা পান উল্লেখ করে আইসিসির ক্রিকেট কমিটি ব্যাটিং পাওয়ার প্লে বাদ দেয়ার সুপারিশ করে। প্রথম ১০ ওভারে পাওয়ার প্লের সময় বাধ্যতামূলক দুুজন ক্লোজ ফিল্ডার রাখার নিয়েম বাদ দেয়া হয়েছে। এখন থেকে শেষ ১০ ওভারে ৩০ গজের বাইরে সর্বোচ্চ পাঁচজন ফিল্ডার রাখা যাবে। আগে যেখানে চারজন ফিল্ডার রাখা যেত। ফলে এখন থেকে প্রথম ১০ ওভারে সর্বোচ্চ দুজন খেলোয়াড় ৩০ গজের বাইরে থাকতে পারবেন। পরের ৩০ ওভারে সর্বোচ্চ চারজন এবং শেষ ১০ ওভারে পাঁচজন ৩০ গজের বাইরে থাকতে পারবেন। এখন প্রয়োজনে আক্রমণাত্মক বা রক্ষণাত্মক ফিল্ডিং সাজাতে পারবেন অধিনায়ক। ওয়ানডে ও টি ২০তে সব নো বলেই এখন ফ্রি হিট দেয়া হবে। ৫ জুলাই বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা দুম্যাচের সিরিজের প্রথম টি ২০ অনুষ্ঠিত হবে।

Post a Comment

Disqus