
বর্তমান বার্তা ডট কম / ৩ জুন ২০১৫ / জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের গ্রীষ্মকালীন অবকাশ আগামী ৭ জুন হতে শুরু হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে আগামী ২১ জুন হতে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে একাডেমিক কাউন্সিল।
একাডেমিক ক্যালেন্ডার এর পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী গ্রীষ্মকালীন অবকাশ আগামী ৭ জুন হতে ২৫ জুন এবং পবিত্র রমজান, শব ই কদর এবং পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২০ জুলাই হতে ৩১ জুলাই ছুটি ধার্য ছিল। কিন্তু একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত মতে তা বদল করে গ্রীষ্মকালীন অবকাশ, পবিত্র রমজান, শব ই কদর এবং পবিত্র ঈদুল ফিতর এর সমন্বিত ছুটি আগামী ২১ জুন হতে ২৩ জুলাই পর্যন্ত কার্যকর হবে।
কর্তৃপক্ষের মতে পূর্ব সূচি অনুযায়ী গ্রীষ্মকালীন অবকাশ ও রমজান, শব ই কদর এবং পবিত্র ঈদুল ফিতর এর ছুটির মধ্যে মাত্র ২০ দিনের ক্লাস পরীক্ষায় যোগদানের জন্য শিক্ষার্থীদের আবার দূরদূরান্ত হতে ক্যাম্পাস আসতে হত। এছাড়াও অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির জন্য ও যে সেশন জট সৃষ্টি হয়েছে, তা কিছুটা হলেও কমানো যাবে বলে দাবি কর্তৃপক্ষের।
সর্বোপরি, সকল স্তরের শিক্ষার্থীরা সেশন জট নিরসনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এহেন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন।
Post a Comment
Facebook Disqus