ওবাইদুর রহমান / বর্তমান বার্তা ডট কম/ ৪ জুন ২০১৫/  সোনারগাঁয়ের বারদীতে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে পূর্ণার্থীদের কাছ থেকে ছিনতাইয়ের ঘটনায় ভ্রাম্যমান আদালত বৃহস্পতিবার জুলহাস (৩৫) নামে এক ছিনতাইকারীকে তিন মাসের কারাদন্ড প্রদান করে। সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার ভূমি মেহেদী হাসান ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
পুলিশ জানায়, উপজেলার বারদীতে হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থান লোকনাথ ব্রহ্মচারীর তীরোধান উৎসব উপলক্ষে আশ্রমে আগত পূর্ণার্থীদের কাছ থেকে ছিনতাইয়ের ঘটনায় মোঃ জুলহাস নামে এক ছিনতাইকারীকে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করে। এসময় ভ্রাম্যমান আদালতের বিচারক ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর গ্রামের সুবল কৃষ্ণ শীলের কাছ থেকে একটি মোবাইল সেট ও নগদ তিন হাজার দুইশত টাকা ছিনতাই করার ঘটনায় জুলহান নামে এক ছিনতাইকারীকে তিন মাসের কারাদন্ড প্রদান করে।

Post a Comment

Disqus