রেশমা / বর্তমান বার্তা ডট কম / ৬ জুন ২০১৫ / সোনারগাঁয়ে মৎস্য খামারে বিষ প্রয়োগের মাধ্যমে দুর্বৃত্ত্বরা মাছ নিধন করার অভিযোগ পাওয়া গেছে। এতে, পাকুন্ডা রুপালী মৎস্য খামারের প্রায় ৫ লক্ষাধিক টাকার মাছ ক্ষতি হয়েছে। গতকাল শুক্রবার ভোরে উপজেলার জামপুর ইউনিয়নের পাকুন্ডা এলাকায় ঘটেছে এ ঘটনা। পাকুন্ডা রুপালী মৎস্য খামারের সভাপতি হাজী আলমগীর মোল্যা জানান, গতকাল সকালে খামারে গিয়ে মাছ মরে ভেসে উঠছে দেখতে পাই এবং মৃত মাছ গুলো সংরক্ষন করি। ধারনা করা হচ্ছে মাছ গুলো পূর্ব শত্রুুতাবশতঃ বিষ প্রয়োগের মাধ্যমে হত্যা করা হয়েছে। এতে, মৃত মাছের মূল্য প্রায় ৫ লক্ষাধিক টাকা হবে আশংকা করছেন তিনি। অত্র এলাকার হাজী আলমগীর সভাপতি, শাহিন মোল্যা সম্পাদক, লাবলু কোষাধ্যক্ষ ও হামীম শিকদার শিপলুুসহ ১৬ জন যুবক নিজস্ব অর্থায়নে পাকুন্ড রুপালী মৎস্য খামার নামে সমবায়ের মাধ্যমে প্রায় ১শ’ ৩৫ বিঘা পুকুর ও জমির উপর এ মৎস্য খামার শুরু করেন। এ খামারে রুই, কাতলা, গ্লাসকাপ ও কারুুফু মাছসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা হয় এবং চলতি বছর খামারের শুরু থেকে এ পর্যন্ত প্রায় ১০ লক্ষাধিক টাকা মাছ চাষে বিনিয়োগ করছে তারা। ইতিমধ্যে পূর্ব শত্রুুতার জের হিসেবে একই এলাকার পাকুন্ডা গ্রামের মোখশেদ আলীর ছেলে জাকির হোসেন কি ভাবে এ খামারে মাছ চাষ করে ওরা দেখে নিবে মৎস্য চাষিদের হুমকি দিয়ে আসছিল সে। তাদের অভিযোগ জাকিরসহ একটি দুষ্কৃতদল খামারে বিষ প্রয়োগ করে তারাই মাছ নিধন করেছে। এতে, খামারে প্রায় ৫ লক্ষাধিক টাকার মাছ নিধন করা হয়েছে খামারিদের দাবী। এ ঘটনার পর থেকে জাকির ও তার সহযোগীরা এলাকা ছেড়ে পলাতক রয়েছে। খামার থেকে মৃত মাছ গুলো সংরক্ষন করে ঢাকায় পরীক্ষাগারে প্রেরন করা হয়েছে। এ ব্যাপারে সোনারগাঁও থানায় জাকির হোসেনকে প্রধান আসামী করে মামলার প্রস্তÍুতি চলছে।সোনারগাঁয়ে মৎস্য খামারে বিষ প্রয়োগে দুর্বৃত্ত্বদের মাছ নিধন ॥ ৫ লক্ষাধিক টাকা ক্ষতি
রেশমা / বর্তমান বার্তা ডট কম / ৬ জুন ২০১৫ / সোনারগাঁয়ে মৎস্য খামারে বিষ প্রয়োগের মাধ্যমে দুর্বৃত্ত্বরা মাছ নিধন করার অভিযোগ পাওয়া গেছে। এতে, পাকুন্ডা রুপালী মৎস্য খামারের প্রায় ৫ লক্ষাধিক টাকার মাছ ক্ষতি হয়েছে। গতকাল শুক্রবার ভোরে উপজেলার জামপুর ইউনিয়নের পাকুন্ডা এলাকায় ঘটেছে এ ঘটনা। পাকুন্ডা রুপালী মৎস্য খামারের সভাপতি হাজী আলমগীর মোল্যা জানান, গতকাল সকালে খামারে গিয়ে মাছ মরে ভেসে উঠছে দেখতে পাই এবং মৃত মাছ গুলো সংরক্ষন করি। ধারনা করা হচ্ছে মাছ গুলো পূর্ব শত্রুুতাবশতঃ বিষ প্রয়োগের মাধ্যমে হত্যা করা হয়েছে। এতে, মৃত মাছের মূল্য প্রায় ৫ লক্ষাধিক টাকা হবে আশংকা করছেন তিনি। অত্র এলাকার হাজী আলমগীর সভাপতি, শাহিন মোল্যা সম্পাদক, লাবলু কোষাধ্যক্ষ ও হামীম শিকদার শিপলুুসহ ১৬ জন যুবক নিজস্ব অর্থায়নে পাকুন্ড রুপালী মৎস্য খামার নামে সমবায়ের মাধ্যমে প্রায় ১শ’ ৩৫ বিঘা পুকুর ও জমির উপর এ মৎস্য খামার শুরু করেন। এ খামারে রুই, কাতলা, গ্লাসকাপ ও কারুুফু মাছসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা হয় এবং চলতি বছর খামারের শুরু থেকে এ পর্যন্ত প্রায় ১০ লক্ষাধিক টাকা মাছ চাষে বিনিয়োগ করছে তারা। ইতিমধ্যে পূর্ব শত্রুুতার জের হিসেবে একই এলাকার পাকুন্ডা গ্রামের মোখশেদ আলীর ছেলে জাকির হোসেন কি ভাবে এ খামারে মাছ চাষ করে ওরা দেখে নিবে মৎস্য চাষিদের হুমকি দিয়ে আসছিল সে। তাদের অভিযোগ জাকিরসহ একটি দুষ্কৃতদল খামারে বিষ প্রয়োগ করে তারাই মাছ নিধন করেছে। এতে, খামারে প্রায় ৫ লক্ষাধিক টাকার মাছ নিধন করা হয়েছে খামারিদের দাবী। এ ঘটনার পর থেকে জাকির ও তার সহযোগীরা এলাকা ছেড়ে পলাতক রয়েছে। খামার থেকে মৃত মাছ গুলো সংরক্ষন করে ঢাকায় পরীক্ষাগারে প্রেরন করা হয়েছে। এ ব্যাপারে সোনারগাঁও থানায় জাকির হোসেনকে প্রধান আসামী করে মামলার প্রস্তÍুতি চলছে।
Post a Comment
Facebook Disqus