
বর্তমান বার্তা ডট কম / ০৪ মে ২০১৫ / জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সন্ত্রাসী হামলায় একই পরিবারের ৩ জন আহত হয়েছে। আহতরা হলেন, ফাহিমা বেগম (৩৮) তার স্বামী মোজাম্মেল হক (৪৬) ও ছেলে মুন্না (২২)। আহতদের স্থানীয় এলাকাবাসী উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে। গত বুধবার বিকেল সাড়ে ৩টায় বন্দর থানার চরঘারমোড়া এলাকায় এ সন্ত্রাসীর হামলার ঘটনাটি ঘটে। এ ব্যাপারে আহত মোজাম্মেল হক বাদী হয়ে ঘটনার ওই দিন রাতে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। আহত মোজাম্মেল হক জানিয়েছে, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষ সন্ত্রাসী আবু বক্কর মিয়ার সন্ত্রাসী ছেলে আলামিন তার মা লেডি সন্ত্রাসী আনোয়ারা বেগম,একই এলাকার ফজল করিম মিয়ার ২ ছেলে জাবের ও হোসেন মিয়া, মেয়ে নাসিমা বেগম, জাবেরের স্ত্রী হাসিনা বেগমসহ বহিরাগত অজ্ঞাত ১০/১৫ জন সন্ত্রাসী ধারালো চাপাতি, লাঠী সোটা, শাবল নিয়ে আমার স্ত্রী ফাহিমা বেগমের উপর হামলা চালায়। হামলাকারি আমার স্ত্রীকে কুপিয়ে জখম করে ৮ আনা ওজনের গলার চেইন ছিনিয়ে নেয়। পরে আমার স্ত্রীর আতœচিৎকার শুনে আমি ও আমার ছেলে মুন্না এগিয়ে আসলে উল্ল্যেখিত সন্ত্রাসীরা আমাদেরকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করলে বন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ছাড়াও সন্ত্রাসী জাবেরের বিরুদ্ধে বন্দর থানায় চুরি মামলাসহ বহু মামলা রয়েছে। এ রির্পোট লেখা পর্যন্ত সন্ত্রাসীদের ভয়ে নিরিহ মোজাম্মেল হক ও তার পরিবার চরম আতংকে রয়েছে বলে অভিযোগের বাদী এ কথা জানিয়েছে।
Post a Comment
Facebook Disqus