বর্তমান বার্তা ডট কম / ১৩ জুন ২০১৫ / চুরির প্রস্তুতি কালে ৪ চোরকে আটক করেছে কামতাল তদন্ত কেন্দ্র পুলিশ ।  গত শুক্রবার রাতে বন্দর থানার মদনপুর বাসস্ট্যান্ড এলাকা হতে এদেরকে আটক করা হয়। ধৃত তেল চোররা হল ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার খোলামোড়া এলাকার মৃত পান্না মিয়ার ছেলে মিন্টু (২৫) সোনারগাঁ থানার কাঁচপুর চেঙ্গাইল বিসিক এলাকার মৃত শাহাজাহান মিয়ার ছেলে সজিব (২২) রুপগঞ্জ থানার ছনপাড়া এলাকার মৃত আব্দুল রশিদ মিয়ার ছেলে দেলোয়ার (৩২) ও একই থানার নওপাড়া এলাকার আমিনুল ইসলাম মিয়ার ছেলে সাগর (২৫)। এ ব্যাপারে কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আনোয়ার জানিয়েছে, কামতাল তদন্ত কেন্দ্রের সহকারি ইনচার্জ এএসআই মোনায়েম মোল্লাসহ তার সঙ্গীয় র্ফোস গোপন সংবাদের ভিত্তিতে তেল চুরির প্রস্তুতি সময় উল্লেখিত ৪ চোরকে আটক করে। পরে আটককৃত চোরদের থানায় সোর্পদ করলে বন্দর থানা পুলিশ ধৃতদের বন্দরে টিএনটির ক্যাবল চুরির  ২৫(২)১৫ নং মামলায় গতকাল দুপুরে আদালতে প্রেরণ করে।

Post a Comment

Disqus