বর্তমান বার্তা ডট কম / ১৩ জুন ২০১৫ / প্রথম স্ত্রীর দায়েরকৃত ডিগ্রী মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামী মিজানুর রহমান মাঝি (৩৮)কে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। গত শুক্রবার রাতে বন্দর ১৫৮নং এসএম সাহা রোডস্থ তার নিজ বাড়ীতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। যার ডিগ্রী মামলা নং ৫/২০১৩ ধারা ১৯৮৫ এর ১৬ (এ,বি)। ধৃত মিজানুর মাঝি উক্ত এলাকার মৃত দেলোয়ার হোসেন মিয়ার ছেলে। ধৃতকে গতকাল দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ। বন্দরে মিজানুর মাঝি গ্রেপ্তার
র্বতমান র্বাতা ডট কম / ১৩ জুন ২০১৫ / প্রথম স্ত্রীর দায়েরকৃত ডিগ্রী মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামী মিজানুর রহমান মাঝি (৩৮)কে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। গত শুক্রবার রাতে বন্দর ১৫৮নং এসএম সাহা রোডস্থ তার নিজ বাড়ীতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। যার ডিগ্রী মামলা নং ৫/২০১৩ ধারা ১৯৮৫ এর ১৬ (এ,বি)। ধৃত মিজানুর মাঝি উক্ত এলাকার মৃত দেলোয়ার হোসেন মিয়ার ছেলে। ধৃতকে গতকাল দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
Post a Comment
Facebook Disqus