বর্তমান বার্তা ডট কম / ১৩ জুন ২০১৫ / বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম বলেছেন যেখানেই বক্তব্য রাখুক মাদক, বিড়ি সিগারেট সম্পর্কে যাতে সজাগ রাখেন। এসবের কারণে ঈমান আকিদা নষ্ট হয়। এরকম মাহফিল থেকে যদি তাদেরকে সু-পথে ফিরে আসার আহবান করা যায় তাহলে সমাজে মাদক বিক্রেতা ও সেবনকারীর সংখ্যা দিন দিন কমে যাবে। গত শুক্রবার রাত ১০টায় বন্দরের মদনগঞ্জ দক্ষিণপাড়া যুব সংঘ আয়োজিত ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরে প্রধাণ অতিথি’র বক্তব্যে তিনি এসব  কথা বলেন। ওসি আরো বলেন, ইসলামকে সঠিক পথে পরিচালিত করতে হবে। আলেম-ওলামাদের উপর সমাজের অনেক কিছুই নির্ভর করে। আসুন সম্মিলিতভাবে আমরা ইসলামের সঠিক নিয়ম কানুন মেনে চলি। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগরের সভাপতিত্বে লক্ষারচর দক্ষিণপাড়া জামে মসজিদ সংলগ্ন ময়দানে আয়োজিত মাহফিলে প্রধাণ বক্তা হিসেবে ওয়াজ করেন সোনারগাঁয়ের মোফাচ্ছেরে কোরআন আলহাজ্ব হযরত মাওলানা ছানাউল্লাহ নূরী। বিশেষ বক্তা হিসেবে থাকবেন মানিকগঞ্জ বায়তুল মামুর জামে মসজিদের খুব হযরত মাওলানা ক্বারী মিজানুর রহমান কুতুবপুরী,লক্ষারচর দক্ষিণপাড়া জামে মসজিদের পেশ ইমাম ও খতিব আলহাজ্ব হযরত মাওলানা আবুল কাশেম,লক্ষারচর দোতলা জামে মসজিদের পেশ ইমাম ও খতিব আলহাজ্ব হযরত মাওলানা ইসমাঈল হোসেন ও বন্দর উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হযরত মাওলানা মাওলানা মফিজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ১৯ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ওয়াদুদু হোসেন টিটু, বিএনপি নেতা মোসলেহউদ্দিন মেম্বার, কলাগাছিয়া স্যাটেলাইট ক্লিনিকের চিকিৎসক সহকারি আরিফ চৌধুরী, রাজু আহাম্মদ প্রমুখ।

Post a Comment

Disqus