বর্তমান বার্তা ডট কম / ১৩ জুন ২০১৫ / বন্দরে অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শেষ হলো ঐতিহ্যবাহী কুঁড়িপাড়া উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন ২০১৫ইং। জাকজমকপূর্ণ এ নির্বাচনে সর্বোচ্চ ৬শ’ ৫১টি ভোট পেয়ে ২ নম্বর প্রতীকধারী প্রার্থী মোঃ কাইয়ুম বেসরকারিভাবে প্রথম,৫শ’৩ ভোট সংগ্রহ করে ৪ নম্বর প্রতীকধারী প্রার্থী রুকুনুজ্জামান রুকুন দ্বিতীয়,৪শ’ ৯৯ ভোট পেয়ে ১ নম্বর প্রতীকধারী প্রার্থী আনোয়ার হোসেন তৃতীয় এবং তারচেয়ে ৮৪ ভোট কম পেয়ে ৩ নম্বর প্রতীকধারী প্রার্থী  মজিবুর রহমান চতুর্থ স্থানে বিজয়ী হয়েছেন। এছাড়া ৩শ’ ১৮ ভোট পেয়ে ৫ নম্বর প্রতীকধারী প্রার্থী সবির আহমেদ জয়লাবে ব্যার্থ হন। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালণ করেন বন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ খ ম নূরুল আমিন। নির্বাচনে নিরাপত্তার দয়িত্বে ছিলেন বন্দর থানার উপ-পরিদর্শক বিপুল চন্দ্র দাস ও পুলিশ লাইনের উপ-পরিদর্শক মোঃ বাবুল। এ সময় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব সিরাজুল ইসলাম, সাবেক ইউপি মেম্বার কামরুজ্জামান বাবুলসহ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার পুত্রদ্বয় উপস্থিত ছিলেন।

Post a Comment

Disqus