সোনারগাঁ প্রতিনিধি / বর্তমান বার্তা ডট কম / ০২ জুলাই ২০১৫ / সোনারগাঁও উপজেলার বারদী ইউনিয়নের দলরদী গ্রামে বারদী ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সামসুল হক সামসুর বাড়িতে আগুন দিয়েছে দুর্বত্তরা। মূর্হুতের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পরে পুরো ঘর পুড়ে গিয়ে ভুষ্মিভূত হয়। গত বুধবার রাতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনের তাপে সম্ভব হয়নি। ফলে আগুনে নগদ ৩ লাখ ৫০ হাজার টাকা ও ধান, চাল, টিভি, ফ্রিজসহ প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে। এ ঘটনায় সামসুল হক বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার সকালে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেন।
বারদী ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সামসুল হক সামসু জানান, বুধবার রাতে সাড়ে ৯টার দিকে তারাবিহ নামাজের সময়ে দুর্বত্তরা তার বসত ঘরে আগুন ধরিয়ে দেয়। মূর্হুতের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনের তাপে তা সম্ভব হয়নি। ফলে আগুনে নগদ ৩ লাখ ৫০ হাজার টাকা ও ধান, চাল, টিভি, ফ্রিজসহ প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে। এ ঘটনায় তিনি বাদী হয়ে সোনারগাঁ থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে অভিযোগ দায়ের করেছেন। তিনি আরো জানান, পূর্ব শক্রতার জের ধরে এ ঘটনা ঘটাতে পারে দূর্বত্তরা।
সোনারগাঁও থানার ওসি শাহ্ মো. মঞ্জুর কাদের পিপিএম জানান, এ ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত করে দোষীদের সনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Post a Comment
Facebook Disqus