সোনারগাঁ প্রতিনিধি / বর্তমান বার্তা ডট কম / ০২ জুলাই ২০১৫ / সোনারগাঁওয়ের নোয়াগাঁও ইউনিয়নের চর কামালদী এলাকায় বাসে এক পোশাক শ্রমিককে গণধর্ষণের ঘটনায় এজাহারভুক্ত আসামী জসিমকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার মহজমপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জসিম নোয়াগাঁও ইউনিয়নের চর কামালদি গ্রামের মৃত তারা মিয়ার ছেলে। সোনারগাঁও থানার ওসি (তদন্ত) হারুনুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে সোনারগাঁও থানার এএসআই আবুল কালাম আজাদ অভিযান চালিয়ে মহজমপুর বাজার এলাকা থেকে জসিমকে গ্রেফতার করে। জসিম ধর্ষন মামলার এজাহারভুক্ত আসামী। গণধর্ষণের ঘটনায় গত ২৭ মে মূল হোতা বাস চালক চান্দু মিয়াকে সাভার বাস স্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ধর্ষনের ঘটনার পরদিন বাস হেলপার রুবেল গ্রেপ্তার হয়েছিল । এপর্যন্ত এ মামলায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এখনো পর্যন্ত এ মামলায় আরো এক ধর্ষক পলাতক রয়েছে।
জানা গেছে, সোনারগাঁও উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের চর কামালদি এলাকায় বালুর মাঠে গত ১১ মে সোমবার রাতে আড়াইহাজার উপজেলার ‘ফকির ফ্যাশন’ গার্মেন্টের শ্রমিকেরা যাত্রীবাহি বাসযোগে ফেরার পথে অন্য শ্রমিকরা তাদের গন্তব্যে নেমে যাওয়ার পর বাসের চালক, হেলপার ও তার দুই সহযোগী মিলে এক নারী শ্রমিককে গণধর্ষণ করে। পরে ওই নারী শ্রমিককে অচেতন অবস্থায় রাস্তার পাশে ফেলে চলে যায় ধর্ষকেরা। এ ঘটনায় ধর্ষণের শিকার নারী শ্রমিকের বাবা বাদী হয়ে সোনারগাঁ থানায় বাস চালক চান্দু মিয়াকে প্রধান আসামী করে ৪ জনের নামে মামলা দায়ের করেন। ঘটনার পরদিন পুলিশ বাসের হেলপার রুবেলসহ বাসটি আটক করে। গত ১৩ মে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয় হেলপার রুবেল। পরে ২৭ মে সাভার থেকে গ্রেপ্তারের পর ২৮ মে নারায়ণঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এইচ এম শফিকুল ইসলামের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয় চান্দু মিয়া।
Post a Comment
Facebook Disqus