হাতীবান্ধা প্রতিনিধি / বর্তমান বার্তা ডট কম / ০২ জুলাই ২০১৫ / নিখোঁজের তিন দিন পর হাতীবান্ধা উপজেলা পরিষদ চত্তরের এক পরিত্যাক্ত ঘর থেকে স্কুলছাত্র রিপনের (১৪) লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় থানা পুলিশ লাশ ওই লাশ উদ্ধার করে।
এর আগে চলতি বছর ১৯ জানুয়ারী উপজেলা ক্যাম্পসের অপর একটি পরিত্যাক্ত ভবন থেকে প্রথম শ্রেণীর ছাত্র উল্লাসের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছিল। এবার ওই ভবনটির মাত্র ১০০ গজ দূরেই মিলল ৬ষ্ট শ্রেণীর ছাত্র রিপনের লাশ। মাত্র ৬ মাসের ব্যবধানে হাতীবান্ধা উপজেলা ক্যাম্পাসের ভিতর দুই স্কুল ছাত্রে লাশ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মাঝে চরম আতংক বিরাজ করছে।জানা যায়, উপজেলার সিংঙ্গমারী গ্রামের আইয়ুব আলীর ছেলে ও হাতীবান্ধা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেনীর ছাত্র রিপন গত সোমবার বিকালে বাড়ি থেকে বেড় হয়। কিন্তু রাত অবদি সে ফিরে না ফেরায় পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করে। তার কোনো হদিস পাওয়ায় মঙ্গলবার সকালে স্থানীয় থানায় একটি সাধারণ ডায়রী করা হয়। এছাড়া রিপনকে খুজেঁ পেতে তার বাবা আইয়ুব আলী একটি পত্রিকায় হারানো বিজ্ঞপ্তি দেয়।এই অবস্থায় বৃহস্পতিবার বিকালে হাতীবান্ধা উপজেলা চত্ত্বরের অফিসার্স ক্লাবের পাশে একটি পরিত্যাক্ত ঘর থেকে হঠাৎ বিকট গন্ধ পায় আশপাশের লোকজন। পরে সেখান থেকেই উদ্ধার করা হয় হতভাগ্য রিপনের লাশ। ধারণা করা হচ্ছে তিন দিন আগে ঘাতকরা তাকে হত্যার পর লাশ ফেলে যাওয়া তা থেকে গন্ধ বের হয়ে আসছিল।এদিকে উপজেলা ক্যাম্পসের ভিতরে লাশ পাওয়ার খবরে শুধু রিপনের স্বজনেরা নন, আশপাশের লোকজনও ছুটে যায় সেখানে। এসময় রিপনের বাবা-মা মায়ের আহাজারিতে উপস্থিত অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেনি।রিপনের বাবা আইয়ুব আলী কান্না জড়িত কন্ঠে  বর্তমান বার্তা ডট কমকে বলেন, যারা এর আগে শিশু উল্লাসকে মেরেছে, তারাই আমার ছেলেকে হত্যা করেছে। তবে এমন ধারণা শুধু সন্তানহারা ওই বাবার নয় এলাকাবাসীদের প্রায় সবাই বলছে একই কথা।স্থানীয়দের ভাষ্যমতে, মাত্র ৬ মাস আগে অপহরণের পর খুন করা হয় অবুঝ শিশু উল্লাসকে। কিন্তু এবার তারই প্রতিবেশী ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র রিপনকে একইভাবে খুন করা হয়েছে। আর দু‘জনেরই লাশ পাওয়া যায় সংরক্ষিত এলাকা উপজেলা চত্ত্বরের ভিতরে। এতে আশপাশের মাদকসেবীরাই একের পর এক খুন করে যাচ্ছে বলে ধারণা স্থানীয়দের।হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন প্রধান বলেন, বৃহস্পতিবার ইফতারের পর লাশ উদ্ধার করা হয়েছে। ওই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বপন নামের এক

Post a Comment

Disqus