গাইবান্ধা ঈশ্বরদী ও সেতাবগঞ্জ প্রতিনিধি  / বর্তমান বার্তা ডট কম / ০২ জুলাই ২০১৫ / গাইবান্ধার মহিমাগঞ্জে রংপুর চিনিকলে ২৫ কোটি টাকা, পাবনা চিনিকলে ৩৭ কোটি ও দিনাজপুরের সেতাবগঞ্জ চিনিকলে ২৮ কোটি টাকার চিনি অবিক্রীত রয়েছে। এসব চিনিকলে শ্রমিকদের বেতন-ভাতাও বন্ধ রয়েছে। বর্তমান বার্তা ডট কমের প্রতিনিধিরা জানান-

গাইবান্ধা : ক্রেতার অভাবে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জস্থ রংপুর চিনিকলে উৎপাদিত ২৫ কোটি টাকা মূল্যের চিনি অবিক্রীত অবস্থায় জাত হয়ে পড়ে রয়েছে। এদিকে অর্থ সংকটের কারণে চিনিকলে কর্মরত ৮শ ১২ জন শ্রমিক-কর্মচারীর গত ৩ মাস ধরে বেতন-ভাতা না হওয়ায় তারা চরম বিপাকে পড়েছেন। আসন্ন ঈদ কিভাবে পরিবার-পরিজন নিয়ে কাটবে তা নিয়ে তারা দুঃশ্চিন্তায়। চিনিকলের একটি সূত্র জানিয়েছে, কর্তৃপক্ষের কাছে শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা বাবদ বর্তমানে পাওনা রয়েছে প্রায় ২ কোটি টাকা। ঈশ্বরদী : চালুর পর থেকে এ যাবত লাভের মুখ না দেখলেও পাবনা চিনি মিলের কার্যক্রম থেমে নেই। ২০০ কোটি টাকা লোকসান থাকার পরও প্রতিবছর এই বোঝা ভারি হয়ে চলেছে। এই মিলটির গুদামে বর্তমানে পড়ে আছে ১০ হাজার টন চিনি, যার বাজারমূল্য ৩৭ কোটি টাকা। অন্যদিকে অর্থাভাবে শ্রমিক-কর্মচারীদের গত তিন মাসের বেতন বকেয়া পড়েছে। টাকার প্রয়োজনে যারা চিনি চাচ্ছে তাদের বেতনের বিপরীতে চিনি দেয়া হচ্ছে। তবে এই চিনি দালালদের কাছে বিক্রি করে আবারও লোকশান গুনছেন শ্রমিক-কর্মচারীরা। মিলের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ অবিক্রিত চিনির কথা স্বীকার করে বলেন, এই মিলের চিনির গুণগত মান ভালো হওয়া সত্ত্বেও আমদানিকৃত চিনির দাম কম থাকায় দেশী চিনি বিক্রি হচ্ছে না।দিনাজপুর : দিনাজপুরের একমাত্র রাষ্ট্রায়ত্ত ভারি শিল্প প্রতিষ্ঠান সেতাবগঞ্জ চিনিকলে গত চার মাস ধরে শ্রমিক কর্মচারীদের বেতন-ভাতা বন্ধ থাকায় পরিবার-পরিজন নিয়ে তারা চরম কষ্টের মধ্যে দিন অতিবাহিত করছে। এদিকে চিনিকলের গোডাউনে অবিক্রীত অবস্থায় পড়ে থাকা বিগত ৪টি মাড়াই মৌসুমে ৭ হাজার ৬২৬ মে. টন চিনি যার বাজার মূল্য ২৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৪শ টাকার চিনি বিক্রি না হওয়ায় কর্তৃপক্ষ বেতন-ভাতা পরিশোধ করতে পারছে না। বুধবার সেচিকের ব্যবস্থাপনা পরিচালক মো. শহিদ উল্লাহ যুগান্তরকে জানান, সেতাবগঞ্জ চিনিকলের গোডাউনে গত ২০১১-২০১২ মৌসুমের ২৫১১.৮৫ মে.টন, ২০১২-২০১৩ মৌসুমের ২৯৪৪.৯৫ মে.টন, ২০১৩-২০১৪ মৌসুমের ৬২.২০ মে.টন ও ২০১৪-২০১৫ মৌসুমের ২১০৭৩২০ মে.টন সর্বমোট ৭ হাজার ৬২৬ মে.টন চিনি মজুদ রয়েছে। যার বর্তমান বাজার মূল্য ২৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৪শ টাকা। চিনি বিক্রি না হওয়ার কারণ সম্পর্কে তিনি জানান, বাজারে সাদা চিনি ৪০ থেকে ৪২ টাকা বিক্রি হচ্ছে।


Post a Comment

Disqus