বর্তমান বার্তা ডট কম / ০২ জুলাই ২০১৫ / রেশমের শাড়ি না হলে যেন ঈদ মানায় না রাজশাহী রমণীদের। তাই ঈদের বাজার ধরতে এখন ব্যস্ততা বেড়েছে রেশমপল্লীতে। সব বয়সী ক্রেতাদের রুচির সঙ্গে তাল মিলিয়ে রেশম কারখানাগুলোতে তৈরি হচ্ছে নতুন নতুন রঙ ও ডিজাইনের পোশাক। ফলে রেশমপল্লীর কারিগরদের যেন এখন দম ফেলারও ফুরসত নেই। পলু থেকে গুটির উৎপাদন আর তা থেকে সুতা তৈরি, বুনন, কাটিং, সেলাই ও হাতের কাজ নিয়ে ব্যস্ত কারিগররা। এবারের ঈদ বর্ষা মৌসুমে হওয়ায় রেশমের পাশাপাশি সুতি পোশাকও তৈরি হচ্ছে কারখানাগুলোতে। রাজশাহী মহানগরীর বিসিকে রেশম শিল্পের বিভিন্ন কারখানা ও শো-রুমগুলোতে গিয়ে দেখা গেছে এমনই চিত্র। রাজশাহী সবচেয়ে বড় কারখানা সপুরা সিল্কের শোরুম ইনচার্জ সাইদুর রহমান জানান, এবারের ঈদে মসলিন আস্ত্রয়রি ম্যাচিং ডিজাইনের শাড়ি বিক্রি হচ্ছে ৩ হাজার ৮শ থেকে ১০ হাজার ৮শ, সফট সিল্কের শাড়ি সাড়ে ৪ হাজার থেকে সাড়ে ৬ হাজার, স্কিন প্রিন্ট দেড় হাজার থেকে সাড়ে তিন হাজার, অ্যান্ডি থান ধুপিয়ান স্টাইপের ওপর শাড়ি ৩ হাজার ৯শ থেকে ৫ হাজার ২শ টাকা পর্যন্ত, বলাকা সিল্কের নতুন ডিজাউনের শাড়ি ৫ হাজার থেকে ১০ হাজার পর্যন্ত, অ্যান্ডির আর্ট প্রিন্টের ওপর শাড়ি বিক্রি হচ্ছে ৩ হাজার ৭৫০, স্পট সিল্ক আর্ট প্রিন্টের শাড়ি বিক্রি হচ্ছে ৩ হাজার ৬৫০ থেকে ৩ হাজার ৮৫০ টাকায়, সিল্কের ওপর বিভিন্ন হাতের কাজ ও ডিজাইনের থ্রি-পিস বিক্রি হচ্ছে আড়াই হাজার থেকে সাড়ে ৬ হাজার, ওড়না বিক্রি হচ্ছে তিনশ থেকে চারশ টাকা। আর ছেলেদের বিভিন্ন রং, হাতের কাজ, অ্যাম্ব্রডারি, ব্লক, অ্যাপ্লিকের ওপর ডিজাইন করা পাঞ্জাবি বিক্রি হচ্ছে ৯৫০ থেকে সাড়ে ৬ হাজার টাকায়, সিল্কের শার্ট রেডিমেট বিক্রি হচ্ছে ১ হাজার ৩শ থেকে ১ হাজার ৬৫০ টাকায়। আর ছোট বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন ডিজাইনের ফতুয়া, পাঞ্জাবি বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৩ হাজার টাকায়।
নগরীর সিল্কের শোরুমে কেনাকাটা করতে আসা জান্নাতোন আশরাফী সূচনা বর্তমান বার্তা ডট কমকে জানান, তিনি এবার ঈদেও জন্য বলাকা সিল্কের ওপর কাঁথাস্টিচ করা শাড়ি কিনেছেন। দাম পড়েছে সাড়ে ছয় হাজার টাকা। ঢাকায় এ ধরনের শাড়ির দাম বেশি। অথচ এখানের অনেক কমে মিলছে।তবে সুতার দাম বেড়ে যাওয়ায় রাজশাহীতে ৭৭টি কারখানার মধ্যে এখন চালু আছে মাত্র ১০টি। এর মধ্যে পাওয়ার লুম চালু রেখেছে চারটি কারখানা। বাকিরা প্রিন্টিংয়ের কাজ করে কোনো রকমে টিকে আছেন। চালু কারখানার মধ্যে সপুরা সিল্ক, আধুনিক সিল্ক, আমেনা সিল্ক, ঊষা সিল্ক, সিল্ক ফ্যাশন অন্যতম।


Post a Comment

Disqus