বর্তমান বার্তা ডট কম / ০২ জুলাই ২০১৫ / পর্যটন শহর কক্সবাজারে দীর্ঘদিন ধরে পৌর কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই আইডি ও হোল্ডিং নম্বর দেয়ার নাম করে প্রতারণা চালিয়ে আসছে আমার দেখা বাংলাদেশ ফাউন্ডেশন নামের একটি সংস্থা। এ নিয়ে পৌর মেয়র ও কাউন্সিলরদের মধ্যে একাধিকবার বাকবিতণ্ডার ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় সংস্থাটির কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ। জানা যায়, ২০১৩ সালের ২০ মে থেকে কক্সবাজার শহরের বাহারছড়ায় একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে নিজেকে নির্বাহী পরিচালক দাবি করে নাসির নামের এক ব্যক্তি আইডি, হোল্ডিং নম্বর পৌরসভায় বসবাসরত বাসিন্দাদের মাঝে বিতরণের নাম করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। অথচ পৌর কর্তৃপক্ষের অনুমতিই নেয়নি সংস্থাটি।

Post a Comment
Facebook Disqus